×

জাতীয়

‘রাজ-পরী’ দম্পতির ঘরে এলো ৩ রয়েল বেঙ্গল শিশু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০১৮, ০১:০৫ পিএম

‘রাজ-পরী’ দম্পতির ঘরে এলো ৩ রয়েল বেঙ্গল শিশু
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের ফয়’স লেক এলাকায় চিড়িয়াখানায় বাঘ দম্পতি ‘রাজ-পরী’র ঘরে নবপ্রজন্মের তিন অতিথি নিয়ে চিড়িয়াখানায় আসা দর্শকদের উৎসাহ বেড়ে গেছে অনেক। গত বৃহস্পতিবার দুপুরে এ দম্পতির ৩টি শিশু জন্ম নেয়। তবে গতকাল পর্যন্ত এরা বাঘ না বাঘিনী তা শনাক্ত করা সম্ভব হয়নি, কারণ এখন পর্যন্ত বাঘিনী মা পরীর কাছে ঘেষতে পারছেন না চিড়িয়াখানার লোকজন। ২০১৬ সালের ৯ ডিসেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানায় ৩৩ লাখ টাকা ব্যয়ে দক্ষিণ আফ্রিকা থেকে দুটি রয়েল বেঙ্গল টাইগার আনা হয়। যাদের বৈজ্ঞানিক নাম ‘প্যানথার টাইগ্রিস টাইগ্রিস’। তখন বাঘটির বয়স ছিল ১১ মাস, বাঘিনীর বয়স ৯ মাস। দুটি কাঠের বাক্সসহ বাঘ দুটির ওজন ছিল ৪২০ কেজি। ১৯৮৯ সালের ২৮ ফেব্রæয়ারি প্রতিষ্ঠিত চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে অর্ধশতাধিক প্রজাতির দেশি-বিদেশি পশুপাখি রয়েছে। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম সফরকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক মেয়ে নওরিন সাদেক ও নাতনি নাভিন ইত্তেমাকে নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় আসেন। প্রায় ঘণ্টাখানেক অবস্থান করে দক্ষিণ আফ্রিকা থেকে আনা বাঘ-বাঘিনী ও জেব্রাসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির পশু-পাখি সমৃদ্ধ পুরো চিড়িয়াখানা ঘুরে দেখেন তিনি। এ সময় জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. মমিনুর রশিদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তৌহিদুল ইসলাম, শারমিন আখতার, চট্টগ্রাম চিড়িয়াখানার ভেটেরিনারি সার্জন ডা. মো. শাহাদাত হোসেন শুভ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App