×

জাতীয়

রাজশাহীতে তিন এমপির বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০১৮, ০৯:৩১ পিএম

রাজশাহীতে তিন এমপির বিরুদ্ধে বিধি লঙ্ঘনের অভিযোগ
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে তিন এমপির বিরুদ্ধে আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে শনিবার বিকালে রিটার্নিং অফিসারের কাছে লিখিতভাবে এ অভিযোগ দেয়া হয়। বুলবুলের নির্বাচনী প্রধান এজেন্ট ও জেলা বিএনপির সভাপতি তোফাজ্জাল হোসেন তপু রিটার্নিং অফিসারের কাছে অভিযোগটি দাখিল করেন। অভিযোগে বলা হয়েছে, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী-৫ আসনের এমপি আবদুল ওয়াদুদ দারা ও নাটোর-২ সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় এসে নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ ও ভোট প্রার্থনা করেন। এতে সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী আচরণবিধি ভঙ করেছেন। এছাড়াও কোন গ্রেফতারি পরোয়ানা ছাড়া ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার ও ভয়-ভীতি দেখানোসহ আরও সাতটি অভিযোগ করা হয়েছে মেয়র প্রার্থী বুলবুলের পক্ষ থেকে। সেই সাথে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ সৃষ্টি করার জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানানো হয়। রিটার্নিং অফিসার সৈয়দ আমিরুল ইসলাম বলেন, অভিযোগ তদন্ত করা হবে। সত্যতা পাওয়া গেলে এমপিদের সতর্ক করাসহ বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App