×

বিনোদন

বড়পর্দায় টয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০১৮, ০৩:২৪ পিএম

বড়পর্দায় টয়া
মডেল, অভিনেত্রী মুনতাহিনা চৌধুরী টয়া। সময়টা ছিল ২০১০ সাল। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে তার অভিষেক। এরপর এই লাক্স সুন্দরী ছোটপর্দায় অসংখ্য নাটক এবং মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। তার অভিনয় ক্যারিয়ারের সাত বছর সময়ের মধ্যে বেশ কিছু জনপ্রিয় কাজ উপহার দিয়েছেন। ছোটপর্দায় নাটক, গানের ভিডিওতে অভিনয়ের পর এখন তিনি বড়পর্দায় হাজির হলেন। গতকাল ২০ জুলাই ‘বেঙ্গলি বিউটি’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমা মুক্তির আগে টয়া যখন বড়পর্দায় অভিষেকের অপেক্ষায়, ঠিক তেমনি এক বিকেলে কথা হলো এই অভিনেত্রীর সঙ্গে। ছোটপর্দা থেকে বড়পর্দায় অভিষেক টয়াকে বেশ চাপের মধ্যেই ফেলেছে। তবে এ চাপ প্রত্যাশার চাপ। দর্শক সিনেমাটিকে কীভাবে গ্রহণ করবেন তার ওপর নির্ভর করছে টয়ার আগামী সিনেমা ক্যারিয়ার। ছোটপর্দায় মানুষ টয়াকে বহুবার দেখেছেন। কিন্তু বড়পর্দায় এই প্রথমবারের মতো দেখা মিলবে তার। এ প্রসঙ্গে টয়া বলেন, ‘ছোটপর্দায় অনেক সময় ছোট ছোট ভুল সহজে ঢাকা সম্ভব। কিন্তু বড়পর্দায় সামান্য ভুলও চোখে পড়ে যায়। গ্ল্যামার ও অভিনয়ের ইন্দ্রজাল ছড়ানো এই অভিনেত্রী আরো বলেন, মডেলিং দিয়ে আমার ক্যারিয়ার শুরু। চরিত্রের প্রয়োজনে সবসময় নিজের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করি। বিভিন্ন নাটক এবং মিউজিক ভিডিওতে  কাজ করে কিছুটা অভিনয় শিখেছি। এখন সিনেমাটি দেখে মানুষ কীভাবে এটিকে মূল্যায়ন করবেন সেটা নিয়ে সামান্য চিন্তিত। পাশাপাশি এটা আমার অভিনীত প্রথম চলচ্চিত্র হওয়ায় অন্যরকম একটা ভালো অনুভ‚তি তৈরি হচ্ছে। তা ছাড়া নিজেকে বড়পর্দায় দেখার জন্য আমি কিছুটা কৌত‚হল অনুভব করছি। ‘বেঙ্গলি বিউটি’ সিনেমায় কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে টয়া বলেন, ‘বেঙ্গলি বিউটি’ সিনেমাটি নির্দিষ্ট একটি সময়ের গল্প নিয়ে নির্মিত। ১৯৭০ থেকে ১৯৭৫ সালের রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে একটি অনবদ্য প্রেমের উপাখ্যান, একটি অসাধারণ জীব-রসায়ন। সিনেমাটিতে আমাকে একজন মেডিকেল ছাত্রীর চরিত্রে দেখা যাবে। যে রেডিও শুনতে পছন্দ করে। তখনকার সময়ের একজন রেডিও উপস্থাপকের কথা শুনে তার প্রতি অন্যরকম একটা ভালোলাগা কাজ করতে থাকে। তার প্রেমে পড়ে যাই। যদিও সিনেমায় আমাকে অন্তর্মুখী হিসেবে দেখা যাবে। তবে আমার ভেতরের জগৎটা এর সম্পূর্ণ বিপরীত। সিনেমার শুটিং শুরুর আগে নানাভাবে নিজেকে প্রস্তুত করেছেন টয়া। শোনালেন সেই গল্প। এই অভিনেত্রী বলেন, ‘বেঙ্গলি বিউটি’ সিনেমার পরিচালক রাশান নুর একজন ব্যতিক্রমী মানুষ। তিনি পরিকল্পিতভাবে এবং সময় মেনে কাজ করেন। শুটিংয়ের আগে তিনি একটি ওয়ার্কশপের  আয়োজন করেছেন। সত্তরের দশকের একজন মানুষের চলনবলন, খাদ্যাভ্যাস, মেকআপ ইত্যাদি বিষয় ঠিক করে আমরা রিহার্সাল করেছি। তা ছাড়া, রাশান ভাই আমাকে অনেকগুলো ছবি ও প্রামাণ্যচিত্র দেখতে দিয়েছেন। আমরা সবকিছু পুরোপুরি আয়ত্তে এনে তারপর শুটিংয়ের কাজ শুরু করি। শুটিং লোকেশন প্রসঙ্গে টয়া বলেন, আমরা পুরনো বিল্ডিং খুঁজে শুটিং করেছি। তা ছাড়া রাজধানী ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নটরডেম কলেজসহ অনেক জায়গায় শুটিং করেছি। শুটিং করতে গিয়ে আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সবচেয়ে বেশি বড় চ্যালেঞ্জটি ছিল এই সময়ে এসে ১৯৭০ সালের পরিবেশ সৃষ্টি করে সেটি দৃশ্যায়ন করা। বড়পর্দায় নিয়মিত অভিনয় করবেন কিনা? জানতে চাইলে টয়া বলেন, আসলে সব অভিনয়শিল্পীই চায় নিজেকে বড়পর্দায় অর্থাৎ সিনেমায় দেখতে। তাদের স্বপ্ন বড়পর্দায় নিজেকে প্রতিষ্ঠিত করা। আমার ক্ষেত্রেও বিষয়টা তেমনই। তবে সে ক্ষেত্রে যদি পছন্দমতো ভালো কোনো সিনেমার গল্প পাই তাহলে নিয়মিত সিনেমায় অভিনয় করতে চাই। ‘বেঙ্গলি বিউটি’ বলতে কি টয়াকেই বোঝানো হয়েছে?  এ প্রসঙ্গে টয়া বলেন, আমার যতটুকু মনে হয়েছে ‘বেঙ্গলি বিউটি’ বলতে আমাকেই বোঝানো হয়েছে। তবে পাশাপাশি বাঙালির ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতিকে বিউটি হিসেবে কল্পনা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App