×

জাতীয়

প্রধানমন্ত্রীকে আজ গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০১৮, ১০:৫৭ এএম

দেশের উন্নয়ন ও অর্জনে অনন্য সফলতার জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ শনিবার গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ। আজ বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ গণসংবর্ধনা দেয়া হবে। এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি রাজধানী ঢাকাকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। ভারতের আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি অর্জন, মহাকাশে সফলভাবে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট পাঠানো, অস্ট্রেলিয়ার সিডনি থেকে গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করায় শেখ হাসিনাকে এ সংবর্ধনা দেয়া হচ্ছে। গণসংবর্ধনা অনুষ্ঠান সফল করতে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। এ অনুষ্ঠানে তিন লাখের বেশি মানুষের সমাগম হবে বলে ধারণা করছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ঢাকা উত্তর-দক্ষিণসহ আশপাশের জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলা থেকে দলীয় নেতাকর্মীরা যোগ দেবেন। এ ছাড়া মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বিভিন্ন রাজনৈতিক দলে নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও এতে যোগ দেবেন। এদিকে গণসংবর্ধনা অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে আওয়ামী লীগ। সংবর্ধনাস্থল ও এর আশপাশের এলাকাসহ বিভিন্ন সড়ক-মহাসড়ক সাজানো হয়েছে নান্দনিকভাবে। ইংরেজি বর্ণ এল আকৃতিতে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানস্থলে বসানো হয়েছে ৩০ হাজার চেয়ার। দেশের বরেণ্য চিত্রশিল্পী হাশেম খানের তত্ত¡াবধানে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬টি ছবি নিয়ে আয়োজন করা হবে চিত্রপ্রদর্শনীর। এ প্রদর্শনীতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবিসহ থাকবে তার দীর্ঘ রাজনৈতিক জীবনে লেখা বইগুলো। এ ছাড়াও প্রদর্শনীতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও বঙ্গবন্ধুর কারাগারের রোজ নামচা বই দুটিও স্থান পাবে। সরেজমিন দেখা গেছে, সংবর্ধনাস্থলের বাইরেও ব্যাপকভাবে সাজানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে সংবর্ধনাস্থলে যে সড়ক দিয়ে আসবেন সে সড়কগুলোতে সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জনের ছবি সংবলিত পোস্টার-ফেস্টুন লাগানো হয়েছে। আলোকসজ্জা করা হয়েছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান। দলীয় নেতাকর্মীদের পদচারণায় পুরো উদ্যানে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মৎস্য ভবনের সামনে গণসংবর্ধনাস্থলের প্রবেশমুখে বিশাল একটি তোরণ নির্মাণ করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের জাতীয় নেতারা। মঞ্চে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর পুত্র এবং তার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিকেল ৩টা থেকে গণসংবর্ধনা অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হবে। অনুষ্ঠানের শুরুতেই বাঙালির ইতিহাস ও ঐতিহ্য সংবলিত ৩০ মিনিটের একটি পরিবেশনা থাকবে। অনুষ্ঠানের সার্বিক বিষয় ও গুরুত্ব তুলে ধরে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক ভোরের কাগজকে বলেন, টানা ২ মেয়াদে রাষ্ট্রক্ষমতায় থাকার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশীয় ও আন্তর্জাতিকভাবে বিশ্ব সমাদৃত একজন রাষ্ট্রনায়ক। তিনি একজন সফল রাজনীতিবিদ। সফল শাসক। তার বিভিন্ন কর্মকান্ডে বহু পুরস্কার তিনি পেয়েছেন। দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যম তাকে নানা উপাধিতে ভ‚ষিত করেছে। দেশের অনেক উন্নয়ন ও অগ্রগতি হয়েছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এজন্য এসব মানুষের কাছে তুলে ধরতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App