×

জাতীয়

দাবদাহ কমছে হালকা বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০১৮, ১২:২১ পিএম

দাবদাহ কমছে হালকা বৃষ্টিতে রাজধানীতে স্বস্তি
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ কমতে শুরু করেছে। বর্ষণের মাস হলেও শ্রাবণে তীব্র দাবদাহে জনজীবন যখন ওষ্ঠাগত, তখন রাজধানীকে ভিজিয়ে দিয়েছে এক পশলা বৃষ্টি। আর এই বৃষ্টিই অসহনীয় তাপমাত্রার লাগাম টেনে বুলিয়ে দিয়েছে স্বস্তির পরশ। এ ছাড়া দেশের অনেক স্থানে বৃষ্টি হয়েছে। আজ (শনিবার) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় সারা দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত কড়া রোদের পর বিকেলের দিকে রাজধানীর শেরেবাংলা নগর, আগারগাঁও, বারিধারা ও উত্তরা এলাকায় বৃষ্টি নামে। মিরপুরের কয়েকটি স্থানেও ঝাপটা দিয়ে যায় হালকা বৃষ্টির পশলা। রাজধানীর বাইরে সাভার, আশুলিয়া, পঞ্চগড়সহ একাধিক জায়গায় বৃষ্টির খবর পাওয়া গেছে। সেসব এলাকায়ও জনজীবনে কিছুটা স্বস্তি ফিরেছে। শ্রাবণ বৃষ্টিপাতের ভরা মৌসুম হলেও গত কয়েক দিন যেন গ্রীষ্মকে ফিরিয়ে এনেছিল। কয়েক দিনের খরতাপের ধারাবাহিকতায় বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় কুড়িগ্রামের রাজারহাটে। এই দাবদাহ বজায় থাকে শুক্রবারেও। সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে। সেখানে বিকেল ৩টা নাগাদ ৩৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা বিগত ৩ বছরে সৈয়দপুরের সর্বোচ্চ। গতকাল সকালে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে এ কথা বলা হয়। এতে বলা হয়, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুমিল্লা, নোয়াখালী, স›দ্বীপ ও সীতাকুন্ড  অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা প্রশমিত হতে পারে। এ সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে। সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। গতকাল ঢাকার কিছু এলাকা, সাভার, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ ভারতের রাজস্তান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লঘুচাপের কেন্দ্রস্থল বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং এটি উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App