×

খেলা

গোটসের গোলে ম্যানটিসিকে হারাল বরুসিয়া

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০১৮, ০৯:৩৮ পিএম

গোটসের গোলে ম্যানটিসিকে হারাল বরুসিয়া
ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ হার দিয়ে শুরু করেছে ম্যানচেস্টার সিটি। আজ টুর্নামেন্টের ষষ্ঠ আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি ও জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচের ২৮ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া মারিও গোটসের একমাত্র গোলে প্রিমিয়ার লিগের ক্লাবটিকে হারিয়ে দিয়েছে বুন্দেসলিগার ক্লাবটি। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ষষ্ঠ আসরে ইংল্যান্ডের ৬টি, ফ্রান্সের ২টি, জার্মানির ২টি, ইতালির ৪টি, পর্তুগালের ১টি ও স্পেনের ৩টি ক্লাব অংশ নিতে যাচ্ছে। মোট ১৮টি ক্লাব ২০ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ১১টি দেশের ২২ ভেন্যুতে একে অপরের মুখোমুখি হবে। দলগুলো হল ইংল্যান্ডের আর্সেনাল, চেলসি, টটেনহ্যাম, লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ফ্রান্সের প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও লায়ন। জার্মানির বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড। ইতালির ইন্টার মিলান, জুভেন্টাস, এসি মিলান ও এএস রোমা। পর্তুগালের বেনফিকা। স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। যে ১১টি দেশের ২২ ভেন্যুতে খেলা হবে সেগুলো হল- অস্ট্রিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড, পর্তুগাল, সিঙ্গাপুর, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App