×

খেলা

কারবারের লক্ষ্য শীর্ষস্থান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০১৮, ০৩:৫৬ পিএম

কারবারের লক্ষ্য শীর্ষস্থান
দীর্ঘদিন ধরে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে শীর্ষ পর্যায়ে অবস্থান করে আসছেন সময়ের দুই সেরা টেনিস তারকা সিমোনা হালেপ এবং ক্যারোলিন ওজনিয়াকি। এ ছাড়াও এই তালিকার উপরেই রয়েছেন স্লোন স্টিফেন, গার্বাইন মুগুরোজা এবং এলিনা সভিতোলিনারা। তবে সম্প্রতি দুর্দান্ত ফর্মে রয়েছেন বিশ্ব টেনিসের নতুন তারকা অ্যাঞ্জেলিক কারবার। সদ্য শেষ হওয়া উইম্বলডন ওপেনের শিরোপা জিতে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন ৩০ বছর বয়সী এ টেনিস সুন্দরী। সেই সঙ্গে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছেন চার নম্বরে। নিজের ফর্ম ধরে রাখতে পারলে খুব শিগগিরই সিমোনা হালেপ এবং ক্যারোলিন ওজনিয়াকিদের পেছনে ফেলে টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান দখল করতে মরিয়া এ জার্মান তারকা! বিশ্ব টেনিসে আসছে নতুন রানি! হুঙ্কার দিয়েছেন ফ্রেঞ্চ ওপেনে। সফলতাও পেয়েছেন প্রত্যাশা অনুযায়ী। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ২৩ বারের গ্রান্ডস্লাম জয়ী সেরেনা উইলিয়ামসকে ৬-৩ এবং ৬-৩ সেটে হারিয়ে উইম্বলডনে প্রথম এবং ক্যারিয়ারের তৃতীয় শিরোপা জিততে সক্ষম হয়েছেন অ্যাঞ্জেলিক কারবার। এর আগে কোয়ার্টার ফাইনালে দারিয়া কাসাতকিনা এবং সেমিফাইনালে জিতেছেন দুর্দান্ত ফর্মে থাকা জেলেনা ওস্তাপেঙ্কোর বিপক্ষে। গত দুই টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনে কোয়ার্টারে উঠে এবং উইম্বলডন ওপেনে শিরোপা জিতে এক লাফে উঠে এসেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৪ নম্বরে। উইম্বলডন টুর্নামেন্ট জেতার আগে দশ নম্বরে ছিলেন তিনি। জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে খুব শিগগিরই র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে আসবেন এ জার্মান টেনিস সুন্দরী। তার সামনে রয়েছেন মাত্র আর তিনজন। সর্বোচ্চ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছেন রোমানিয়ান টেনিস তারকা সিমোনা হালেপ। ডেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকি রয়েছেন দ্বিতীয় স্থানে। আমেরিকান উদীয়মান টেনিস তারকা স্লোন স্টিফেন অবস্থান করছেন তৃতীয় স্থানে। তিনবারের গ্রান্ডস্লাম জয়ী অ্যাঞ্জেলিক কারবার ১৯৮৮ সালের ১৮ জানুয়ারি পশ্চিম জার্মানির ব্রেমেন শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা জার্মান এবং মা পোলিস। জেসিকা নামের একটি বোনও রয়েছে তার। অবাক করা বিষয় হলো কারবার টেনিস এতই ভালোবাসতেন যে, মাত্র তিন বছর বয়স থেকেই টেনিস খেলা শুরু করেন। জার্মানির কিয়েল শহরে তার শৈশব কাটে। ২০১২ সালে পোল্যান্ডে নানুর বাড়িতে পাড়ি জমান এবং সেখান থেকেই টেনিস খেলা চালিয়ে যান। জার্মানি এবং পোল্যান্ড দু-দেশেরই নাগরিকত্ব লাভ করেন কারবার। তবে পোলিস নয়, তার ইচ্ছা জার্মানির পরিচয়ে টেনিসে প্রতিনিধিত্ব করা। এ সম্পর্কে তিনি বলেন, আমি জার্মান। এখানেই বেড়ে উঠেছি। তাই চাই এ দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে। আমি জার্মানিকে অনেক ভালোবাসি। টেনিসে দুর্দান্ত খেললেও ২০১৬ সালের আগে গ্রান্ডস্লামের স্বাদ পাননি এ টেনিস সুন্দরী। ওই বছর অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন জিতে দুটি গ্রান্ডস্লাম অর্জন করেন। সর্বশেষ চলতি বছরে উইম্বলডনের ফাইনাল জিতে তৃতীয় গ্রান্ডস্লাম জিততে সক্ষম হয়েছেন। শুধু বাকি রয়েছে ফ্রেঞ্চ ওপেনের ট্রফি। সেটা জিততে পারলেই সব ধরনের গ্রান্ডস্লামের মালিক হবেন এ জার্মান তারকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App