×

আন্তর্জাতিক

ইসরাইলি বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০১৮, ১১:৪৬ এএম

ইসরাইলি বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত
অবরুদ্ধ গাজায় ইসরাইলি বিমান হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে দেড় শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম আনদলু বলছে, গাজা-ইসরাইল সীমান্তের নিরাপদ অঞ্চলে (বাফার জোন) পৃথক দুটি ইসরাইলি হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রথম হামলার ঘটনা ঘটে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিস ও রাফা সীমান্ত এলাকায়। এই হামলায় হামাসের তিন সদস্য নিহত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা এক বিবৃতিতে বলেছেন, ইসরাইলি দখলদার বাহিনীর হামলায় উত্তর গাজা উপত্যকা ও দক্ষিণের রাফা শহরে তিন ফিলিস্তিনি শহিদ হয়েছেন।’ বিবৃতিতে তাদের নাম বা বয়স উল্লেখ করা হয়নি। তবে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস নিহতদের পরিচয় উল্লেখ করেছে। তারা হলেন, শাবান আবু খাতার (২৬), মোহাম্মাদ আবু ফারহানা (৩১) এবং মোহাম্মাদ কেশতা (২৩)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App