×

তথ্যপ্রযুক্তি

আগস্টে নতুন এক্সবক্স কনসোল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০১৮, ০২:১৬ পিএম

আগস্টে নতুন এক্সবক্স কনসোল
আগামী ২১ আগস্ট জার্মানিতে অনুষ্ঠেয় গেমসকমে মাইক্রোসফট নতুন এক্সবক্স কনসোল হার্ডওয়্যার দেখাবে বলে জানিয়েছে। তবে সেটি নতুন কনসোল হবে কী না তা জানা যায়নি। ২০২০ সালের আগে এক্সবক্সের নতুন প্রজন্ম বাজারে আসার সম্ভাবনা নেই। সাধারণত প্লেস্টেশনের সঙ্গেই এক্সবক্সের নতুন সংস্করণ বাজারে আনা হয়।তবে সম্ভাবনা আছে, এক্সবক্সের বর্তমান দুটি সংস্করণ, ‘এক্সবক্স ওয়ান এক্স’ আর ‘ওয়ান এস’র নতুন সংস্করণ বাজারে আনবে তারা। নতুন এক্সবক্স এলিট কন্ট্রোলারও উন্মোচন হতে পারে। এদিকে সম্ভাবনা আছে, এক্সবক্স এলিট সিরিজের বিশেষ সংস্করণ তারা বাজারে আনতে পারে। এর আগেও তারা এক্সবক্স ৩৬০ এলিট সংস্করণ বাজারে এনেছিল, অতএব সে সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। বর্তমান প্রজন্মের কনসোলগুলোর মধ্যে সনির প্লেস্টেশন আছে সবচেয়ে এগিয়ে। তবে মাইক্রোসফট চেষ্টা করছে কনসোল গেইমিং বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App