×

আন্তর্জাতিক

মোদিকে আক্রমণের পর জড়িয়ে ধরলেন রাহুল গান্ধী

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০১৮, ০৬:০৭ পিএম

মোদিকে আক্রমণের পর জড়িয়ে ধরলেন রাহুল গান্ধী
নজিরবিহীন এক সৌজন্যের সাক্ষী হয়ে থাকল ভারতের সংসদ ভবন। রাজনৈতিক জীবনের সবচেয়ে কর্কশ কথা নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে বলার পর সংসদে উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে রাহুল গান্ধী আলিঙ্গন করলেন মোদিকে। প্রায় এক ঘণ্টা বক্তব্য দেওয়ার পর রাহুল বলেন, আপানারা আমাকে পাপ্পু বলে ডাকতে পারেন। কিন্তু, আপনাদের জন্য আমার মনে একফোঁটাও ঘৃণা নেই। আমি কখনো আপনাদের জন্য ঘৃণার উগড়ে দেই না। একজন হিন্দু বলতে এটাই বোঝায়। যদিও তার বক্তব্যের অনেকটা জুড়েই ছিল ব্যক্তিগত আক্রমণ। অন্যদিকে, লোকসভায় অনাস্থা প্রস্তাবের শুরুতেই বড়ো ধাক্কা খেল বিজেপি। রাহুল বলেন, মোদি ভোটে জিতে এসে বলেছিলেন তিনি দেশের মানুষের চৌকিদার। আসলে তিনি এখন অংশিদার হয়ে গেছেন। আমরা প্রত্যেকেই জানি ও বুঝতে পারি, কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে মোদিজির কতটা ঘনিষ্ঠ সম্পর্ক। রাফাল চুক্তি তেমন একজন ব্যবসায়ীর হাতেই তুলে দেওয়া হয়েছিল। যার ফলে তার কয়েক হাজার কোটি টাকা লাভ হয়। তিনি আরো বলেন, আমি দেখতে পাচ্ছি উনি হাসছেন। কিন্তু, সেই হাসিতেও আতঙ্কের ছোঁয়া। এখন আর উনি আমার চোখের দিকে তাকাতে পারছেন না বলেও মন্তব্য করেন রাহুল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App