×

জাতীয়

২৮ দফা ইশতেহার ঘোষণা সারোয়ারের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৮, ০৪:৫৭ পিএম

মেয়র নির্বাচিত হলে মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন আধুনিক বরিশাল নগরী গড়ার অঙ্গীকার করেছেন বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার। অঙ্গীকার পূরণে তিনি সব শ্রেণিপেশার অভিজ্ঞদের নিয়ে পরামর্শ সেল গঠনেরও প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় বিএনপি সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, বরিশাল মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন উপস্থিত ছিলেন। নির্বাচনী ইশতেহারে মজিবর রহমান সরওয়ার নদী-খাল সচল রেখেই নগরের উন্নয়ন নিশ্চিত করা, জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে পরিকল্পিত ড্রেনেজ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বাস্তবায়নে কার্যকরী উদ্যোগ গ্রহণ করা, শহর রক্ষা বাঁধ নির্মাণকাজ সম্পন্ন করা, নগরের খালসমূহ অবৈধ দখলমুক্ত করে পুনর্খনন করা, বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। ইশতেহারে নগরীর গুরুত্বপূর্ণ সড়কের মোড় প্রশস্ত ও সৌন্দর্যবর্ধনকরণ, মায়েদের জন্য ডে কেয়ার সেন্টার নির্মাণ, কর্মজীবী নারীদের আবাসন ব্যবস্থা এবং প্রয়োজন অনুযায়ী মহিলা টয়লেট নির্মাণ, মাস্টার প্ল্যান অনুযায়ী নগর উন্নয়নে বর্ধিত এলাকা মূল অংশের সঙ্গে সম্পৃক্ত করা, সিটি করপোরেশেনের মাধ্যমে স্কুল, কলেজ চালু করা, নগরীকে পর্যায়ক্রমে ফ্রি ওয়াই ফাই জোনের আওতায় আনার ঘোষণা রয়েছে। এতে গড়িয়ারপাড়-রূপাতলী-দপদপিয়া সেতু পর্যন্ত বাইপাস সড়কের অসমাপ্ত কাজ সমাপ্তকরণ, অপ্রয়োজনে সিটি কর না বাড়ানো, অপচয় রোধ করা, শিশু ও নবীনদের জন্য বিনোদন পার্ক নির্মাণ, নবীন ও যুবকদের জন্য আলাদা ব্যায়ামাগার নির্মাণ, মুক্তিযোদ্ধা ও ইমামদের বিশেষ সুবিধা দেয়ার প্রতিশ্রুতি রয়েছে। এ ছাড়া ইশতেহারে বৃদ্ধদের জন্য বৃদ্ধাশ্রম স্থাপন করা, শ্রমিক কল্যাণ ট্রাস্ট গঠন, মেয়র পদক আবারো চালু করা, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন, হকারদের পুনর্বাসন করা, ছিন্নমূলের জন্য পৃথক আবাসন ব্যবস্থা করা, মাদককে না বলা এবং সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে নগরকে সন্ত্রাস ও মাদকমুক্ত করা, মুক্তিযুদ্ধের চেতনা ও সাস্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, পরিবেশবান্ধব ও পরিষ্কার-পরিচ্ছন্ন এক আধুনিক নগর গড়া, খেলাধুলার উন্নয়নে সিটি করপোরেশনের উদ্যোগে ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করা, লাইব্রেরি চালু করা, নগরীর সার্বিক উন্নয়নে অভিজ্ঞদের সমন্বয়ে পরামর্শ সেল গঠন করার প্রতিশ্রুতি রয়েছে। নির্বাচনী ইশতেহার ঘোষণার পর মজিবর রহমান সরোয়ার দলমত নির্বিশেষে এলাকার উন্নয়ন-সমৃদ্ধি ও আধুনিক বরিশাল গড়তে প্রদত্ত প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App