×

খেলা

বিসিসিআইয়ের অধিনায়ক ধোনি!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৮, ১০:৩১ পিএম

বিসিসিআইয়ের অধিনায়ক ধোনি!

ভারতের হয়ে দুটি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তার অধিনায়কত্বে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও জিতেছে ভারত। চার বছর আগে টেস্ট দলের নেতৃত্বে ছেড়ে দেয়া ধোনি, সীমিত ওভারের নেতৃত্বে নেই দুই বছর হলো।

বিরাট কোহলির অধিনায়কত্বে মাঠে লড়াই চালিয়ে যাচ্ছে ভারতীয় দল। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট বলছে, জাতীয় দলের অধিনায়ক ধোনি। তার অধীনেই খেলছেন বিরাট কোহলিরা। দুই বছর আগে অধিনায়ক পরিবর্তন হলেও, বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে পরিবর্তন আনা হয়নি।

এই বিষয়টি এমন সময়ে নজরে এল যখন গুঞ্জন রটেছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে সিরিজ চলা অবস্থায় হঠাৎ করেই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেন অধিনায়ক ধোনি।

ভারতীয় দলের হয়ে ৯০টি টেস্ট খেলে চার হাজার ৮৭৬ রান করা ধোনি একদিনের ক্রিকেটে সম্প্রতি ৩২১ ম্যাচে ১০ হাজার রানের মাইল ফলক স্পর্শ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App