×

খেলা

প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৮, ০২:৪৮ পিএম

প্রস্তুতি ম্যাচে আজ মাঠে নামছে টাইগাররা
ক্যারিবীয়ান ক্রিকেটে বিশেষ অবদানের জন্য প্যাট্রিক প্যাটারসন এবং ক্রিস গেইল তারকা যুগলকে সম্মানিত করা হবে ওয়েস্ট ইন্ডিজ ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর একাদশের বিপক্ষে সফররত বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের সময়। জ্যামাইকার সাবিনা পার্ক মাঠে টাইগাররা একদিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামছে আজ। খেলা শুরু জ্যামাইকার স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় রাত ১টায়)। ম্যাচটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। যে ম্যাচের এক ফাঁকে বিশেষ সম্মাননা দেয়া হবে গেইল-প্যাটারসনকে। আশির দশকের অন্যতম গতিময়, ভয়ঙ্কর এবং প্রতিপক্ষের রক্ত হিম করা বোলার ছিলেন প্যাটারসন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের সর্বকালের সেরাদের তালিকায় থাকা পেসারদের মধ্যে তিনি একজন। আর ব্যাট হাতে অনন্য নৈপুণ্যের জন্য ইউনিভার্স বস খ্যাত ক্যারিবীয় ইতিহাসের অন্যতম সেরা ওপেনার ক্রিস গেইলের। তিনি ক্যারিবীয় ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন। এর আগে এই সম্মাননা পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মাইকেল হোল্ডিং, স্যার ভিভ রিচার্ডস, গর্ডন গ্রিনিজ, জেফ্রে ডুজন, ডেসমন্ড হেইন্স, অ্যান্ডি রবার্টস, কোর্টনি ওয়ালশ, কার্টলি এমব্রোস এবং শিবনারায়ণ চন্দরপল। অন্যদিকে জ্যামাইকায় আজকের প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না মাশরাফি বিন মর্তুজা। দীর্ঘ বিমান ভ্রমণ শেষে ১৯ জুলাই ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজ ভাইস চ্যান্সেলর একাদশের সঙ্গে জ্যামাইকার সাবিনা পার্কে যে একদিনের গা গরমের ম্যাচ, তা খেলতে পারবেন না বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন।জ্যামাইকার পথে তার সহযাত্রী এক ক্রীড়া সাংবাদিকের বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে ফেসবুক স্ট্যাটাস- জার্নি নেভার এন্ডস। বোঝাই যাচ্ছে স্যাটায়ার করেই দেয়া এ স্ট্যাটাস। বাংলাদেশ সময় ১৬ জুলাই সোমবার মধ্যরাত ১টা ৪০ মিনিটে (আসলে ১৭ জুলাই প্রথম প্রহর) ঢাকা ছেড়ে যাওয়া মাশরাফি জ্যামাইকা পৌঁছাননি। পৌঁছাবেন আজ ১৯ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ২টায় (জ্যামাইকায় তখন সময় দুপুর ৩টা)। ঢাকা-দুবাই, ইতালির মিলান হয়ে মাশরাফি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান শেষে গতকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টার দিকে মিলান থেকে নিউইয়র্ক পৌঁছেছেন নড়াইল এক্সপ্রেস। নিউইয়র্কে তখন রাত সাড়ে ১০টা। গতকাল রাতটা এক নিকটাত্মীয়ের বাসায় কাটিয়ে আজ বেলা সোয়া ১২টায় (নিউইয়র্ক সময় দুপুর) জ্যামাইকার উদ্দেশে বিমান যাত্রা। পৌনে তিন ঘণ্টার ভ্রমণ শেষে জ্যামাইকায় অবতরণ দুপুর ৩টায়। মাশরাফি যখন জ্যামাইকার বিমানবন্দরে পা রাখবেন, তার সতীর্থরা তখন ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর একাদশের সঙ্গে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলায় ব্যস্ত। ২২ জুলাই রবিবার প্রথম ওয়ানডে। তার আগে ২০ জুলাই থেকে হয়তো দলের সঙ্গে প্র্যাকটিস করার সুযোগ হবে। তার মানে ওয়ানডে সিরিজ শুরুর আগে জ্যামাইকায় দুদিন পুরো প্র্যাকটিস সেশন পাচ্ছেন টাইগার অধিনায়ক মাশরাফি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App