×

আন্তর্জাতিক

পুজেমনের আটকাদেশ 'প্রত্যাহার' করেছে স্পেনের আদালত

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৮, ১০:১৫ পিএম

পুজেমনের আটকাদেশ 'প্রত্যাহার' করেছে স্পেনের আদালত
কাতালোনিয়ার সাবেক প্রেসিডেন্ট কার্লেস পুজেমনের ইউরোপীয়ান আটকাদেশ প্রত্যাহার করেছে স্পেনের সুপ্রিম কোর্ট। এছাড়া বিদেশে থাকা পুজেমনের পাঁচ সহযোগীর বিরুদ্ধেও আটকাদেশ প্রত্যাহার করা হয়েছে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে জার্মানির একটি আদালত রুল জারি করে, স্বাধীনতার দাবিতে কাতালোনিয়ায় পুজেমন বিদ্রোহ করেছেন বলে স্পেনের যে অভিযোগ, তার ভিত্তিতে পুজেমনকে হস্তান্তর করা যায় না। এদিকে পুজেমনের বিরুদ্ধে স্পেনের সরকারের এর আগের অভিযোগ, তিনি বিদ্রোহ করেছেন। এছাড়া গুরুতর অন্য কোনো অভিযোগ নেই তার। তবে কাতালোনিয়ার শীর্ষ এই ছয় নেতা স্পেনে ফিরলে আটক হতে পারেন। স্পেনের প্রধান বিচারপতি পাবলো লারেনা বলেন, এই মামলায় তথ্য প্রমাণের ঘাটতির কথা বলেছে জার্মানির আদালত, এছাড়া আটকাদেশ লঙ্ঘন করেছে। স্পেনের সুপ্রিম কোর্টের ক্ষমতাকে তুচ্ছ করার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। প্রসঙ্গত, গত বছরের ১ অক্টোবর স্বাধীনতার ঘোষণা দেয় কাতালোনিয়া। যদিও কাতালোনিয়ার স্বাধীনতার ঘোষণা অবৈধ হিসেবে দাবি করে আসছে স্পেন। ওই সময় আটক হওয়া থেকে বাঁচতে বেলজিয়ামে পালিয়ে যান পুজেমন। সেখান থেকে পরে জার্মানি চলে যান। বর্তমানে সেখানেই আছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App