×

খেলা

কোহলিকেও ছাড়িয়ে গেলেন এই ক্রিকেটার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৮, ০৬:৩৬ পিএম

কোহলিকেও ছাড়িয়ে গেলেন এই ক্রিকেটার

জাতীয় দলে থিঁতু হওয়ার পর থেকেই একের পর এক সেঞ্চুরি হাঁকিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। ২০০৮ সালে জাতীয় দলে অভিষেক হওয়া বিরাট, ১০ বছরের ক্যারিয়ারে ইতিমধ্যেই টেস্ট এবং ওয়ানডে মিলে ৫১টি সেঞ্চুরি তুলে নিয়েছেন।

ক্রিকেট মাঠে একের পর এক সেঞ্চুরি করে যাওয়া কোহলি প্রসঙ্গে বিশ্লেষকদের অনেকেই বলছেন, বিরাট কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যাবেন। ভারতীয় সাবেক অধিনায়ক শচীন ১০০টি সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন।

যে কোহলিকে আগামীর শচীন বলা হচ্ছে, অথচ সেই বিরাটকেই ছাড়িয়ে গেলেন ভারতীয় এক তরুণ ক্রিকেটার। তবে মাঠের পারফরম্যান্সে নয়, ফিটনেস টেস্টে বিরাট কোহলির চেয়ে এগিয়ে ২১ বছরের তরুণ ক্রিকেটার মায়াঙ্ক ডাগর।

জাতীয় দলে জায়গা পেতে হলে প্রত্যেক ক্রিকেটারের ফিটনেস টেস্টে পাস করা বাধ্যতামূলক। সেই ফিটনেস টেস্টে ভারতীয় দলে সেরা ক্রিকেটার বিরাট কোহলি। বিরাটের ইয়ো ইয়ো টেস্টের স্কোর ১৯।

ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র সেবাগের ভাতিজা এবং ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম সদস্য মায়াঙ্ক ডাগরের ইয়ো ইয়ো টেস্টের স্কোর ১৯.৩ পয়েন্ট।

শুধু মায়াঙ্কই নয়, কোহলিকে পেছনে ফেলেছেন ভারতীয় ক্রিকেটার মণীশ পান্ডেও৷ তার ইয়ো ইয়ো টেস্টের স্কোর ১৯.২ পয়েন্ট৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App