×

জাতীয়

আজ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৮, ১২:৩১ পিএম

আজ কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী
স্বাধীনতা উত্তর বাংলাদেশের সবচেয়ে পাঠকনন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১২ সালের এই দিনে নিউইয়র্কের একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার ও চলচ্চিত্রকার। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় তিন শতাধিক। তার অন্যতম উপন্যাসগুলো হচ্ছে- নন্দিত নরকে, মেঘ বলেছে যাব যাব, আগুনের পরশমণি, আমরা কেউ বাসায় নেই, মধ্যাহ্ন, জোছনা ও জননীর গল্প ও মাতাল হাওয়া ইত্যাদি। তার নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- দুই দুয়ারী, শ্রাবণ মেঘের দিন ও ঘেটুপুত্র কমলা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে দীর্ঘকাল কর্মরত ছিলেন। পরে লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণের ব্যস্ততায় তিনি অধ্যাপনা ছেড়ে দেন। নিজ হাতে গড়া গাজীপুরের নন্দনকানন নুহাশ পল্লীর লিচুতলার ছায়ায় চিরনিদ্রায় শায়িত হন এই সাহিত্যস্রষ্টা। কর্মসূচি : হুমায়ূন ভক্তদের গড়া হিমু পরিবহন নামের সংগঠনের পক্ষ থেকে লেখকের মৃত্যুবার্ষিকীতে নেয়া হয়েছে নানা কর্মসূচি। সকাল ৬টা ৪৫ মিনিটে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে হলুদ পাঞ্জাবি, নীল শাড়ি পরে হিমু, রূপা, মিসির আলী, শুভ্র, বাকের ভাই, মাজেদা খালারা একসঙ্গে গাজীপুরের নুহাশ পল্লীর উদ্দেশে রওনা হবেন। নুহাশ পল্লীর যাত্রা পথে সাধারণ মানুষের মাঝে ক্যান্সার সচেতনতামূলক লিফলেট বিতরণ করবে হিমু পরিবহন। এ ছাড়া দেশের ৪০টি জেলায় হিমু পরিবহনের সদস্যরা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই কথাসাহিত্যিককে স্মরণ করবে। এর মধ্যে রয়েছে- দোয়া মাহফিল, বৃদ্ধাশ্রম ও এতিমদের খাবার খাওয়ানো, বৃক্ষরোপণ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, হুমায়ূন আহমেদের সিনেমা প্রদর্শনী, আলোচনা সভা, সেমিনার ও ক্যান্সার সচেতনতামূলক লিফলেট বিতরণ। এ ছাড়া আজ রাজধানীর বিভিন্নস্থানে মৃত্যুবার্ষিকী পালন করবে তার ভক্ত, সুহৃদ, শুভাকাক্সক্ষী ও স্বজনরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App