×

শিক্ষা

আজ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৮, ১০:৩৭ এএম

আজ এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ
উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশিত হবে। সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুলে দেবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান উপস্থিত থাকবেন। এরপর দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আফরাজুর রহমান ভোরের কাগজকে জানান, দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল) ও ডিআইবিএস পরীক্ষার ফলাফল ঘোষণার পর দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে (িি.ি বফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ) এ ফলাফল দেখতে পাবে। পাশাপাশি সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র/ শিক্ষাপ্রতিষ্ঠান (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব মেইল) এবং এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে। শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রমতে, বিভিন্ন বোর্ডের ফলাফল কীভাবে জানা যাবে তা মোবাইলে এসএমএসের মাধ্যমে ইতোমধ্যে জানিয়ে দেয়া হয়েছে। আটটি সাধারণ শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষার্থীরা মোবাইলের মাধ্যমে ফল পেতে ঐঝঈ লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবারো স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে। একইভাবে মাদরাসা বোর্ডের ফল জানতে ঐঝঈ লিখে স্পেস দিয়ে গঅউ লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখতে হবে। এরপর ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে। কারিগরি শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ঐঝঈ লিখে স্পেস দিয়ে ঞঊঈ লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখতে হবে। তারপর ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালেই ফিরতি এসএমএসে কারিগরি বোর্ডের ফলাফল পাওয়া যাবে। উল্লেখ্য, চলতি বছরের ২ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। তত্ত¡ীয় বা লিখিত পরীক্ষা শেষ হয় গেল ১৪ মে। সাধারণ ৮টিসহ ১০ বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন পরীক্ষার্থী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App