×

পুরনো খবর

আগামী জাতীয় নির্বাচন কোন বাহিনীর অধীনে হবে না : চিফ হুইপ আ.স.ম. ফিরোজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০১৮, ১১:০১ পিএম

আগামী জাতীয় নির্বাচন কোন বাহিনীর অধীনে হবে না : চিফ হুইপ আ.স.ম. ফিরোজ
জাতীয় সংসদের সরকার দলীয় চীফ হুইপ আসম ফিরোজ এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন বাহিনীর অধীনে হবে না, জনগণই বাহিনী, জনগণই বাহিনী হয়ে ভোট দেবেন। কোন কোন রাজনৈতিক দল চায় বাহিনীর অধীনে ভোট হোক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছেন। জনগণই যোগ্যদের ভোট দিয়ে ক্ষমতায় বসাবেন। কোন দুর্নীতিবাজদের জনগণ ভোট দেবেন না। উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাতে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সকল সূচক অতিক্রম করেছেন। মৎস্য উৎপাদনে বিশে^ বাংলাদেশের অবস্থান তৃতীয় স্তানে। তাই বিশে^র কাছে বাংলাদেশ একটি উন্নয়নের মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। এটা একমাত্র আওয়ামী লীগের জন্যই সম্ভব হয়েছে। চিফ হুইপ বলেন, খালেদা জিয়া দুর্নীতির জন্য জেলে গেছেন, বিএনপি তার মুক্তি দাবি করছেন। যদি আজ তাকে যদি মুক্তি দেওয়া হয়, তা হলেতো দুর্নীতির দায়ে যারা জেলে আছেন তাদের প্রত্যেককেই মুক্তি দিতে হবে। এই মায়া কান্নায় কোন কাজ হবে না। যারা দুর্নীতির আশ্রয় দেয় এবং দুর্নীতিকে লালন পালন করেন তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, বিএনপি নির্বাচনে আসবে কি আসবেনা তারা এখনও সিদ্ধান্ত নিতে পারেননি। ২০১৪ সালে নির্বাচনে না এসে তাদের দলের অবস্থা করুন। যারা বিএনপি করতো তারা এখন আর বিএনপি করেনা। কোন কোন জায়গায় তারা আওয়ামী লীগের সেকেন্ড এডিশন হিসেবে কাজ করছেন। ওই সকল চোরাবালি থেকে দেশকে রক্ষা করতে জনগণকে সজাগ থাকারও আহবান জানান চিফ হুইপ। বৃহষ্পতিবার সকালে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ এর র‌্যালি ও বিভিন্ন প্রজাতি মাছের পোনা অবমুক্ত শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে সভাপতিত্বে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা মোতালেব, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক, উপজেলা মৎস্য কর্মকতা মো: জসিম উদ্দিন ও কৃষি কর্মকর্তা অপূর্ব লাল সরকার প্রমূখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App