×

জাতীয়

রাইফার মৃত্যু : ৩ চিকিৎসক ও পরিচালকের বিরুদ্ধে মামলা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৮, ০৬:৪২ পিএম

রাইফার মৃত্যু : ৩ চিকিৎসক ও পরিচালকের বিরুদ্ধে মামলা
চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় চট্টগ্রামের আলোচিত শিশুকন্যা রাইফা খানের মৃত্যুর ঘটনায় তিনজন চিকিৎসক ও ম্যাক্স হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে রাইফার বাবা দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরোর সিনিয়র রিপোর্টার রুবেল খান বাদী হয়ে নগরীর চকবাজার থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন ম্যাক্স হাসপাতালের চিকিৎসক দেবাশীষ সেনগুপ্ত, ডা. শুভ্রদেব, শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. বিধান রায় চৌধুরী এবং ম্যাক্স হাসপাতালের পরিচালক ডা. লিয়াকত আলী। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম মামলা দায়ের হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুন বিকেলে সাংবাদিক রুবেল খানের একমাত্র কন্যা রাইফা খানকে গলাব্যথাজনিত অসুস্থতায় চট্টগ্রামের মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর দিন রাতে রাইফার মৃত্যু ঘটে। ম্যাক্স হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা এবং চিকিৎসকের ভুল চিকিৎসায় রাইফার মৃত্যু হয়েছে বলে দাবি করেন রাইফার বাবা। এই ঘটনার পর চট্টগ্রামে সাংবাদিকদের সব সংগঠন সম্মিলিতভাবে রাইফার মৃত্যুর ঘটনায় দায়ীদের শাস্তির দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছিল। এই আন্দোলনে চট্টগ্রামের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ একাত্মতা ঘোষণা করে। পরে রাইফার মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর এবং চট্টগ্রামের সিভিল সার্জনের নেতৃত্বে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়। এক সপ্তাহ পর সিভিল সার্জনের নেতৃত্বাধীন কমিটি তদন্ত প্রতিবেদনে চিকিৎসকের অবহেলায় রাইফার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করে তিন চিকিৎসক ও ম্যাক্স হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App