×

আন্তর্জাতিক

ভারতে ছয়তলা ভবন ধসে নিহত ৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৮, ১২:২৬ পিএম

ভারতে ছয়তলা ভবন ধসে নিহত ৩
ভারতের রাজধানী নয়াদিল্লির কাছে নদীয়ায় একটি ছয়তলা ভবন ধসে তিনজন নিহত হয়েছে। এর মধ্যে একজন নারী রয়েছে। এ ছাড়া শিশুসহ এক ডজনের বেশি লোক ভবনটিতে আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দিনগত রাতে নির্মাণাধীন ওই ভবনটি ধসে পড়ে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি। খবরে বলা হয়েছে, ভবনটি ধসে পার্শ্ববর্তী চারতলা একটি ভবনের ওপর পড়েছে। নির্মাণাধীন ভবনের মালিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। ধসে পড়া ভবনের দুই ভবন পরের এক বাসিন্দা মিন্টু দেক্কা বলেন, আমরা যখন রাতের খাবার খাচ্ছিলাম তখন ধাম করে বিরাট একটি শব্দ শুনতে পাই। আমরা মনে করি, ভূমিকম্প। কিন্তু যখন দরজা খুলে দেখি সর্বত্র আবর্জনা। এরপর বাইরে এসে দেখি, ভবনটির ওপর তলা ধসে পড়ছে। বিক্ষুব্ধ স্থানীয়রা বলছেন, রাত সাড়ে ৮টার দিকে ভবনটি ধসে পড়ে। কিন্তু পুলিশকে খবর দেওয়ার পরও এক ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৪০০ এনডিআরএফ সদস্য উদ্ধার অভিযানে অংশ নিচ্ছে। আর ৪০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে জনতার ভিড় ঠেকাতে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App