×

জাতীয়

পাল্টাপাল্টি অভিযোগে রাজশাহীতে উত্তাপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৮, ০১:৪৬ পিএম

  রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনের আর ১৩ দিন বাকি। আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হয়েছে ৮দিন আগে। সময় যত গড়াচ্ছে নির্বাচনের মাঠে উত্তাপও সমান তালে বেড়ে চলেছে। এরই মধ্যে কোথাও কোথাও মারধরের ঘটনাও ঘটেছে। প্রধান দুই মেয়রপ্রার্থী আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুলের কর্মীদের বিরুদ্ধে পাল্টাপাল্টি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করছে নির্বাচন কমিশন। তবে এখনো এ নিয়ে কার্যকর কোনো ব্যবস্থা নেননি রিটার্নিং কর্মকর্তা। ফলে উদ্বেগ বাড়ছে নগরবাসীর। নগরের সাগরপাড়া মোড়ে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে বিএনপি প্রার্থীর এক পথসভা চলাকালে বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় একজন সাংবাদিকসহ আহত হয়েছেন ৫ জন। বিএনপির মেয়রপ্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে গণসংযোগ উদ্বোধন উপলক্ষে পথসভার আয়োজন করে জেলা ছাত্রদল। এতে উপস্থিত থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রধান অতিথির বক্তব্য চলাকালে মোটরসাইকেল যোগে আসা কয়েকজন যুবক পথসভার পাশে পর পর ৩টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে পথসভা পণ্ড হয়। এ ঘটনায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিটার্নিং কর্মকর্তার দপ্তরে জমা দেয়া বিএনপি প্রার্থীর অভিযোগে দাবি করা হয়েছে, গত শনিবার বিকালে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে বিএনপি প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর করেছে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীরা। এ সময় তারা ওয়ার্ডে যুবদলের সভাপতি নান্নুর বাসায় গিয়ে হুমকি দেয়। এ ছাড়া শনিবার রাত ১১টার দিকে হাদীর মোড় খাদেমুল ইসলাম মসজিদের সামনে বিএনপির নির্বাচনী কার্যালয়ে গিয়ে আওয়ামী লীগ কর্মীরা ধানের শীষের সমর্থকদের হুমকি দেয় এবং চেয়ার ভাঙচুর করে। শনিবার দিবাগত রাত ২টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের ‘সন্ত্রাসীরা’ মোটরসাইকেল নিয়ে এসে নগরীর ২৫নং ওয়ার্ড নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ছাড়া রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করা বিএনপির একাধিক অভিযোগে পোস্টার ছেঁড়া, বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার ও মারধর, নারী কর্মীদের উত্ত্যক্ত করার অভিযোগ আনা হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড়, বাড়ি বাড়ি অভিযান এবং নাশকতা পরিকল্পনার অভিযোগে ও বিস্ফোরক আইনে নতুন মামলা দেয়ার অভিযোগ করেছে বিএনপি। বিএনপি বলছে, সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পর নতুন তিনটি মামলা দেয়া হয়েছে। এসব মামলায় মোট আসামি ১৭৬। এ পর্যন্ত আটক করা হয়েছে ২৯ জনকে। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনী কাজে নিয়োজিত গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের আসামি করে মামলা দায়ের করা হচ্ছে। আবার অজ্ঞাত আসামিও রয়েছে মামলায়, যাতে যে কাউকে ধরে এসব মামলায় কারাগারে পাঠানো যায়। অন্যদিকে, রিটার্নিং কর্মকর্তা বরাবর আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন গত রবিবার সর্বশেষ সাতটি অভিযোগ জমা দিয়েছেন। এর মধ্যে দুটি অভিযোগে রাজশাহীর জেলা প্রশাসক এবং মহানগর পুলিশ কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ আনা হয়েছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেয়া অন্যান্য অভিযোগে আওয়ামী লীগের নারী কর্মীদের উত্ত্যক্ত করা, আওয়ামী লীগের মেয়র প্রার্থীর বিপক্ষে অপপ্রচার করা, বস্তিবাসী ও সংখালঘু পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো, নৌকার সমর্থককে হুমকি দেয়া এবং পোস্টার-ফেস্টুন ছিঁড়ে ফেলে নষ্ট করার অভিযোগ আনা হয়েছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে। রাসিক নির্বাচনের সহকারী রিটানিং অফিসার ও জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান এ সম্পর্কে বলেন, আমরা প্রতিটি অভিযোগকেই গুরুত্ব দিচ্ছি। অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App