×

জাতীয়

নারায়ণগঞ্জে চারজনের মৃত্যুদণ্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৮, ১১:০৩ পিএম

নারায়ণগঞ্জে চারজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় আব্দুল হালিম (৩৪) নামে ইলেক্ট্রনিক্স মিস্ত্রিকে হত্যার দায়ে ৮ জনকে অভিযুক্ত করে রায় দিয়েছেন আদালত।

এরমধ্যে ৪ জনকে মৃত্যুদণ্ড ও বাকি ৪ জনকে ৭ বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলায় আরও ৩ জনকে খালাস দেওয়া হয়েছে। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে রায় ঘোষণা করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো, ইকবাল হসনে, সোহাগ, সাদেক ও বাবু কাজি।

মামলা থেকে অব্যাহতিপ্রাপ্তরা হলো, আবুল হোসেন, মেহেদী ও মোক্তার হোসেন। দণ্ডপ্রাপ্তরা জামিন নিয়ে পলাতক রয়েছে।

পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম ওয়াজেদ আলী খোকন রায়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৪ সালের ১৭ আগস্ট ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের শাসনগাঁয়ে অবস্থিত বিসিক শিল্পনগরী থেকে আবদুল হালিমের বস্তাবন্দি ৫ টুকরো লাশ উদ্ধার করে পুলিশ। পরে পরিবারের সদস্যরা লাশ শনাক্ত করে।

তিনি বলেন, হালিম ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার আফছার উদ্দিনের ছেলে। এ হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন আসামি সাদেক। সে আদালতকে জানিয়েছিল ৫ লাখ টাকা আত্মসাতের জন্য পাওনাদার হালিমকে ৫ টুকরো করে হত্যা শেষে বস্তাবন্দি করে বিসিক-এ ফেলে দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App