×

খেলা

দুই প্রেসিডেন্টের প্রণয়ের গুঞ্জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৮, ০৩:১৫ পিএম

দুই প্রেসিডেন্টের প্রণয়ের গুঞ্জন
ক্রোয়েশিয়া ও ফ্রান্সের মধ্যকার রোমাঞ্চকর এক ফাইনাল ম্যাচ দিয়ে গত রবিবার পর্দা নেমেছে ২১তম বিশ্বকাপের। রাশিয়া বিশ্বকাপ শেষ হয়ে গেছে। তবে এখনো রয়ে গেছে তার রেশ। বিশেষ করে এখন সর্বত্র আলোচিত হচ্ছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার কিতারোভিচ। রাশিয়া বিশ্বকাপের মধ্য দিয়ে এখন সারা বিশ্বের মানুষ জানে ক্রোয়েশিয়ার এই নারী প্রেসিডেন্টের ফুটবলপ্রীতির কথা। রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বেশ কয়েকটি ম্যাচে গ্যালারিতে হাজির হয়ে লুকা মড্রিচদের অনুপ্রেরণা দিতে তিনি যেভাবে গলা ফাটিয়েছেন তা নজর কেরেছে সবার। তবে এবার শোনা যাচ্ছে নতুন এক গুঞ্জন। ইউরোপের কয়েকটি গণমাধ্যম বলছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার কিতারোভিচ নাকি দুজনের প্রেমে পড়েছেন। বিশেষ করে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচে এই দুজনের বিভিন্ন মুহূর্তের ছবি বিশ্লেষণ করে এ দাবি করছে গণমাধ্যমগুলো। শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে রবিবার মস্কোর লুজনিয়াকি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ফ্রান্স ও ক্রোয়েশিয়া। এ দিন ক্রোয়াটদের হতাশ করে দ্বিতীয়বারের মতো বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট জয় করেছে ফরাসিরা। তবে ফ্রান্স শিরোপা জয় করলেও সারা বিশ্বের মন জয় করেছেন ক্রোয়েশিয়ার ফুটবল পাগল নারী প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবার কিতারোভিচ। খেলা শেষে বৃষ্টিতে ভিজে একের পর এক খেলোয়াড়ের সঙ্গে কলিন্দার আলিঙ্গন করার মুহূর্তগুলো ছুঁয়ে গেছে সবার হৃদয়। ফাইনাল ম্যাচের দিন ক্রোয়েশিয়ার জার্সি পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে পুরস্কার বিতরণী মঞ্চে আসেন কিতারোভিচ। গলায় পদক পরে একে একে যখন খেলোয়াড়রা সামনে দিয়ে যাচ্ছিলেন তখন সবাইকেই কাছে টেনে আলিঙ্গন করেছেন তিনি। যা থেকে বাদ যাননি ফ্রান্সের খেলোয়াড়, রেফারি ও সহকারী রেফারিরাও। বৃষ্টিতে ভিজতে ভিজতেই সৌহার্দ্যরে সুবাস ছড়িয়েছেন কলিন্দা। কলিন্দার ভালোবাসা ভরা আলিঙ্গন থেকে বাদ যাননি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোও। ভিআইপি গ্যালারিতে পাশাপাশি বসে একসঙ্গেই ফাইনাল ম্যাচটি উপভোগ করেছেন কলিন্দা ও ম্যাক্রো। তখন গোলের পর বেশ কয়েকবার আলিঙ্গনে জড়িয়েছেন তারা। এ ছাড়া দুজনের হাস্যোজ্জ্বল বিভিন্ন মুহূর্তের ছবিও বিশেষভাবে নজর কেড়েছে সমর্থকদের। পাশাপাশি ম্যাচ চলাকালে ম্যাক্রো ও কলিন্দার পরস্পরের প্রতি চাহনিও বেশ আলোড়ন তুলেছে ইতোমধ্যে। যা দেখে ইউরোপের গণমাধ্যমগুলো বলছে, ক্রোয়েশিয়ার সুন্দরী প্রেসিডেন্টের প্রেমে পড়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। অবশ্য বর্তমানে ৪০ বছর বয়সী ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যদি বর্তমানে ৫০ বছর বয়সী ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কলিন্দা গ্রাবারের প্রেমে পড়েন তবে অবাক হওয়ার কিছুই নেই। কেননা ম্যাক্রোর স্ত্রী ব্রাইটে ম্যাক্রো তার চেয়ে ২৫ বছরের বড়। সবচেয়ে বড় কথা তিনি ম্যাক্রোর শিক্ষক ছিলেন। যা প্রমাণ করে প্রেমের ব্যাপারে বয়স কিংবা সম্পর্ককে কোনো বাধা মনে করেন না ফ্রান্সের প্রেসিডেন্ট। আর এসব কারণেই সবার ধারণা হয়তোবা ফাইনাল ম্যাচ দেখতে এসে কাটানো মুহূর্তগুলোতেই প্রেমে পড়ার মতো ভালোলাগা তৈরি হয়েছে ম্যাক্রো ও কলিন্দার মধ্যে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App