×

খেলা

জুভেন্টাসে আসার কারণ জানালেন রোনালদো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৮, ০৩:০৫ পিএম

জুভেন্টাসে আসার কারণ জানালেন রোনালদো
অনেক নাটকীয়তার অবসান ঘটিয়ে গত সপ্তাহে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে নাম লিখিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তুরিনের ক্লাবটিতে যোগ দিয়েছেন পাঁচবােেরর ব্যালন ডি’অর জয়ী এই তারকা। গতকাল ছিল জুভেন্টাসের হয়ে রোনালদোর উপস্থাপনের দিন। রোনালদোর সঙ্গে এ দিন তার নতুন ক্লাবে গিয়েছিলেন তার মা, বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জনিয়রও। জুভেন্টাসে নাম লেখানোর পর গতকাল প্রথমবারের মতো গণমাধ্যমের কাছে নিজের বক্তব্য প্রকাশ করেছেন পর্তুগিজ সুপারস্টার। এ সময় রিয়াল মাদ্রিদ ছাড়া ও জুভেন্টাসে যোগ দেয়ার পেছনে তার উদ্দেশ্যে কী সে সম্পর্কেও কথা বলেছেন তিনি। ক্রিশ্চিয়ানো রোনালদোর রিয়াল মাদ্রিদ ছাড়ার খবরটা শোনা যাচ্ছিল অনেক আগে থেকেই। মে মাসের শেষ সপ্তাহে টানা তৃতীয়বারের মতো ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের পরপরই গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। এর কয়েক দিন পর জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার পর আরো জোরালো হয় রোনালদোর রিয়াল মাদ্রিদ ছাড়ার বিষয়টি। অবশেষে গুঞ্জনকেই সত্যি প্রমাণিত করে গত সপ্তাহে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে নাম লিখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ক্লাব ফুটবলের আগামী মৌসুমে জুভেন্টাসের জার্সিতেই খেলবেন তিনি। নতুন ক্লাবের জার্সিতে গতকাল প্রথমবারের মতো গণমাধ্যম ও সমর্থকদের সামনে হাজির হন রোনালদো। এ সময় তিনি বলেন, ক্যারিয়ারের এমন মুহূর্তে জুভেন্টাসের মতো ক্লাবে যোগ দিতে পেরে আমি খুব খুশি। ৩৩ বছর বয়সী রোনালদো ফুটবল অধ্যায় শুরু করেন নিজ দেশের ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে। এরপর ৬ মৌসুম ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে কাটিয়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন তিনি। রিয়ালের হয়ে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। সব মিলিয়ে রিয়ালের হয়ে জিতেছেন ১৬টি ট্রফি। রিয়ালের আগে ম্যানইউর জার্সিতে ১৯৬ ম্যাচে করেছেন ৮৪ গোল। তাই ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলা সব ক্লাবেই দারুণ সফল রোনালদো তাতে কোনো সন্দেহ নেই। সাফল্যের সেই ধারাবাহিকতা ইতালিয়ান ক্লাব জুভেন্টাসেও ধরে রাখতে চান তিনি। এ বিষয়ে ক্রিশ্চিয়ানো বলেন, আমি ম্যানইউর সর্বকালের সেরাদের একজন, রিয়ালের হয়েও অসংখ্য রেকর্ড রয়েছে আমার দখলে। জুভেন্টাস ক্লাব ফুটবলের অন্যতম সেরা একটি ক্লাব। ম্যানইউ ও রিয়াল মাদ্রিদের মতো জুভেন্টাসের অল টাইম সেরাদের কাতারেও যাতে আমার নাম উচ্চারিত হয় তেমন পারফরমেন্স করতে চাই আমি। ২০১৬ সাল পর্তুগালকে ইউরো জেতানোয় সামনে থেকে নেতৃত্ব দেয়া রোনালদো গত বছরের ব্যালন ডি’অরের পুরস্কার জিতেছেন। লিওনেল মেসি ও রোনালদো দুজনেই এখন পর্যন্ত সমান পাঁচবার করে জিতেছেন ব্যালন ডি’অর। তবে রোনালদো চান ব্যালন ডি’অর জয়ের ক্ষেত্রে মেসিকে ছাড়িয়ে যেতে। গতকাল স্পষ্টভাবেই সেটি প্রকাশ করেছেন বর্তমানে ৩৩ বছর বয়সী এই ফুটবলার। ব্যালন ডি’অর জয়ের লক্ষ্য নিয়েই যে জুভেন্টাসে আসা সেটি আড়াল না করে সাবেক রিয়াল ও ম্যানইউ তারকা বলেন, আমি জিততে চাই। আমি সেরা হতে চাই। কে জানে, আবার হয়তো ব্যালন ডি’অর পাব। তবে সবকিছু প্রকৃতির নিয়মেই চলে। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদে তা অনেক কঠিন ছিল। তবে আমার মনে হয় না এখানে আমার জন্য সেটি খুব একটা কঠিন হবে। সবশেষে রোনালদো জানান, শারীরিক, মানসিক এবং আবেগ সবদিক দিয়েই আমি ভালো আছি। আমার বয়সে এসে অনেকে অবসরের কথা ভাবে। কিন্তু আমি প্রতিনিয়ত চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। যা আমাকে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নিয়ে এসেছে। আশা করি, এখানেও আমি ভক্তদের মন জয় করতে পারব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App