×

তথ্যপ্রযুক্তি

চিপ প্রযুক্তির ব্যবহার বাড়ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৮, ০১:০৮ পিএম

চিপ প্রযুক্তির ব্যবহার বাড়ছে
সারাবিশ্বে পাসপোর্ট ও আইডি নিরাপত্তায় উন্নততর চিপ প্রযুক্তির ব্যবহার ক্রমেই বাড়ছে।জার্মানির বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ইনফিনিয়ন টেকনোলজিস এজি ইতোমধ্যে দেড়শো কোটি চিপ বিক্রির মাইলফলক অতিক্রম করেছে।পাসপোর্টসহ বিভিন্ন সরকারি ইলেক্ট্রনিক আইডি-ডকুমেন্টের বর্তমান ও ভবিষ্যতের নিরাপত্তায় টেকসই সমাধান দেয় ইনফিনিয়ন। এ প্রযুক্তি জটিল ডিজিটাল নিরাপত্তা বৈশিষ্ট্যে সমৃদ্ধ। এর এনক্রিপটেড ডেটা প্রবাহ এবং নিজস্ব যাচাইগুণ সম্পন্ন ডুয়াল সিপিউ কোর আক্রমনকারীরা ডেটা সিগনাল পেলেও তা ব্যবহারের অনুপযুক্ত এবং এনক্রিপটেড দেখতে পাবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েেছ। ইনফিনিয়ন টেকনোলজিসর চিপ কার্ড অ্যান্ড সিকিউরিটি বিভাগের প্রেসিডেন্ট থমাস রসটেক বলেন, বিশ্বের অন্যতম অ্যাডভান্সড প্রযুক্তি ইন্টিগ্রিটি গার্ডের মাধ্যমে আমরা অপ্রতিদ্বন্দ্বী নিরাপত্তা সমাধান দেই। ইন্টিগ্রিটি গার্ড প্রযুক্তি নিয়ে আমরা গর্বিত। চিপভিত্তিক নিরাপত্তায় আমরা একটি মানদণ্ড দাঁড় করতে পেরেছি।ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ডিজিটাল নিরাপত্তা প্রযুক্তির অভিনব এই উদ্ভাবনের জন্য জার্মানির ইন্ড্রাষ্ট্রিয়াল অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পুরস্কার পেয়েছে ইনফিনিয়ন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App