×

খেলা

ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৮, ০২:৫৮ পিএম

ঘুরে দাঁড়াতে মরিয়া টাইগাররা
রবিবার থেকে নিজেদের প্রিয় ফরম্যাটে ফিরছে টাইগাররা। ওয়ানডে ক্রিকেটে সাকিব-তামিমরা যে কোনো দলকে অনায়াসে হারিয়ে দিতে পারে। এমন নজির অসংখ্য। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজও কম ভয়ঙ্কর নয়। ২০১৯ বি সামনে রেখে ক্যারিবিয়ানরা নতুন করে দল সাজাতে ব্যস্ত হয়ে পড়েছে। অন্য দিকে উইন্ডিজদের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া টাইগার বাহিনী ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দলের সঙ্গে যোগ দিয়েছেন। সিরিজের প্রথম ওয়ানডেটি হবে গায়নায়, ২২ জুলাই রবিবার। যে ম্যাচকে ঘিরে বেশ আগ্রহ-উদ্দীপনা বিরাজ করছে ক্যারিবীয়দের মধ্যেও। ইতোমধ্যেই ম্যাচের সব টিকেট বিক্রি হয়ে গেছে। ২৫ ও ২৮ জুলাই ওয়ানডে সিরিজের অবশিষ্ট দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম টেস্টে ইনিংস ও ২১৯ রানের হারের পর দ্বিতীয় ম্যাচে ১৬৬ রানে হেরেছে সফরকারীরা। সিরিজে খুব কঠিন সময় পার করতে হয়েছে স্বীকার করেছেন সাকিব। আমরা জানতাম এই সিরিজ আমাদের জন্য কঠিন হবে। তবে এতটা কঠিন হবে ভাবতে পারিনি। বেশ কিছু জায়গা নিয়ে কাজ করতে হবে আমাদের। বিশেষ করে ব্যাটিং নিয়ে হতাশার কথা লুকালেন না সাকিব, ব্যাটিংয়ে আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। সবাই হতাশ করেছে। তবে বোলারদের পারফরমেন্স, বিশেষ করে স্পিনাররা ছিল অসাধারণ। অধিনায়ক হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর সাকিবের লক্ষ্য ছিল বিদেশের মাটিতে উন্নতির স্বাক্ষর রাখা। শুরুটা বাজে হলেও আশাবাদী বাঁহাতি অলরাউন্ডার, আমরা ১৮ বছর ধরে টেস্ট খেলছি। কিন্তু দেশের বাইরে খুব একটা ভালো কখনোই করিনি। অনেক জায়গা আছে কাজ করার। কোচিং স্টাফ, বোর্ড, সিনিয়র ক্রিকেটার, সবাইকে সেসব জায়গায় কাজ করতে হবে।’ টেস্ট সিরিজ শেষে একদিন বিশ্রাম নিয়ে নব উদ্যমে অনুশীলন শুরু করেছে সাকিবরা। গতকাল স্যাবাইনা পার্কে অনুশীলন করেছে টাইগাররা। নতুন কোচ স্টিভ রোডস ও ফিল্ডিং কোচ রায়ান কুক ক্রিকেটারদের নিয়ে ঘাম ঝরিয়েছেন। নতুন ফিল্ডিং কোচ তার শিষ্যদের নিয়ে আলাদা একটা সেশনই করেছেন। মুশফিক-তামিম নেটে ব্যাটিং অনুশীলন করেছেন। সবমিলিয়ে টেস্টে সিরিজের ভয়ানক অভিজ্ঞতা ভুলে যেতে বাংলাদেশ দল বদ্ধপরিকর। ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুতেই টেস্ট সিরিজে লজ্জার পারফরমেন্স, টাইগার সমর্থকদের সব আশা-ভরসা এখন ওয়ানডে সিরিজ নিয়ে। যে ফরমেটে গত কয়েক বছর ধরেই বড় দলের সঙ্গে তুমুল লড়াই করছে বাংলাদেশ দল, জয়-পরাজয়ের আগাম ভবিষ্যদ্বাণী যে ফরমেটে খাটছে না। মাশরাফি বিন মর্তুজার ক্ষুরধার নেতৃত্বেই ৫০ ওভারের ফরমেটে একটা পর্যায়ে চলে এসেছে। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের এই সিরিজকে সামনে রেখে ১৩ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ বিশ্বকাপ সামনে। এক বছরও বাকি নেই। আসন্ন সিরিজটি থেকেই বিশ্বকাপের প্রস্তুতিপর্ব শুরু করতে চায় ওয়েস্ট ইন্ডিজ। দলের হেড কোচ স্টুয়ার্ট ল যেমন বলেছেন, আমাদের ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে এই সিরিজ দিয়ে। খেলোয়াড়দের জন্য সুযোগ দলে জায়গা পাকা করে নেয়ার। আন্দ্রে রাসেলের ফেরাটা ভালো খবর। তার বিধ্বংসী পাওয়ার আর এনার্জি এই দলটিতে প্রাণ দেবে। ক্যারিবীয় দলের নির্বাচক কমিটির প্রধান কোর্টনি ব্রাউনও আসন্ন সিরিজটিকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন। ব্যস্ত সূচির ধকল কাটাতে পেসার কেমার রোচকে বিশ্রাম দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল : জেসন হোল্ডার (অধিনায়ক), দেবেন্দ্র বিশু, ক্রিস গেইল, সিমরন হেটমেয়ার, শাই হোপ, আলজেরি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যাশলে নার্স, কিমো পল, কাইরন পাওয়েল, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App