×

তথ্যপ্রযুক্তি

ওয়ানপ্লাস আনছে 'ওয়ার্প চার্জ'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০১৮, ০৩:৩০ পিএম

ওয়ানপ্লাস আনছে 'ওয়ার্প চার্জ'
দ্রুত চার্জের জন্য ব্যবহৃত প্রযুক্তিকে এতদিন ওয়ানপ্লাস ‘ড্যাশ চার্জ’ বললেও, সম্প্রতি ট্রেডমার্কগত জটিলতায় সেটি বাদ দিতে বাধ্য হয়েছে।যদিও ইউরোপে ‘ড্যাশ’ ট্রেকমার্কধারী পণ্যটি হেডফোন, চার্জার নয়, তারপরও আদালত ওয়ানপ্লাসকে এটি ব্যবহার করতে নিষেধ করেছে। তার ফলাফল, ওয়ানপ্লাসের নতুন ট্রেডমার্ক আবেদন। এবার তারা চার্জিং প্রযুক্তির নাম দিয়েছে ‘ওয়ার্প চার্জ’। কিন্তু সেটি ড্যাশ চার্জের চেয়ে দ্রুত কাজ করবে কি না তা জানা যায়নি।ওয়ানপ্লাস ড্যাশ চার্জ তাদের নিজস্ব প্রযুক্তি নয়। অপ্পোর ‘ভিওওসি’ চার্জিং প্রযুক্তিকেই তারা লাইসেন্স করে ড্যাশ নামে বিক্রি করে আসছিল। সম্প্রতি অপ্পো সুপার ভিওওসি প্রযুক্তি সমৃদ্ধ ফোন বাজারে এনেছে, তাই অনেকে ধারণা করছেন আগামী ওয়ানপ্লাস ফোনে হয়ত সেটি ওয়ার্প নামে আত্মপ্রকাশ করবে।যদি তাই হয়, তাইলে ড্যাশের দ্বিগুণ গতিতে ফোন চার্জ করতে পারবে ওয়ার্প চার্জার। ভোল্টেজ ৫ ভোল্টে সীমাবদ্ধ রেখেই কারেন্ট ১০ অ্যাম্পে উন্নীত করার মাধ্যমে সেটি কাজ করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App