×

তথ্যপ্রযুক্তি

শক্তিশালী ব্যাটারি বাজারে নিয়ে এলো অপ্পো এ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৮, ০২:২১ পিএম

শক্তিশালী ব্যাটারি বাজারে নিয়ে এলো অপ্পো এ৫
দীর্ঘ ব্যাটারি লাইফের দিকে সর্বোচ্চ নজর রেখে অপ্পো বাজারে এনেছে নতুন ফোন এ৫।তাদের দাবি, অন্তত ১১ ঘণ্টা টানা ভিডিও দেখা বা ব্রাউজ করা যাবে ফোনটিতে। মাঝারি মূল্যের ফোনটি অল্প দিনের মধ্যে দেশের বাজারেও পাওয়া যাবে। ফোনটিতে আছে ৬ দশমিক ২ ইঞ্চি নচযুক্ত ডিসপ্লে, পেছনে দেয়া হয়েছে ১২ ও ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা, সেলফির জন্য আছে ৮ মেগাপিক্সেল এআই বিউটি ক্যামেরা। ফোনটির অপারেটিং সিস্টেম দেয়া হয়েছে অ্যান্ড্রয়েড ৮ ওরিওর ওপর চাপানো কালারওএস ৫.১।ব্যাটারির ধারণ ক্ষমতা দেয়া হয়েছে ৪২৩০ এমএএইচ। ব্যাটারি যাতে দ্রুত শেষ না হয় সে জন্য প্রসেসর দেয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০। দৈনন্দিন কাজের জন্য যথেষ্ট শক্তিশালী এ প্রসেসর, তবে ভারী কাজের উপযোগী নয়।দাম ধরা হয়েছে ১৫০০ ইউয়ান বা ২২ হাজার ৫০০ টাকা। দেশের বাজারে ফোনটির দাম কেমন হবে তা এখনো বলা যাচ্ছে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App