×

জাতীয়

লালমনিরহাটে ধরলার ভাঙন হুমকিতে শতাধিক পরিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৮, ১২:৩০ পিএম

লালমনিরহাটে ধরলার ভাঙন হুমকিতে শতাধিক পরিবার
লালমনিরহাটে সাম্প্রতিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও অব্যাহত রয়েছে ধরলা নদীর ভাঙন। তীব্র ভাঙনে এরই মধ্যে সদর ও পাটগ্রাম উপজেলার তিনটি করে মোট ছয়টি ইউনিয়নের অর্ধশতাধিক বসতবাড়ি বিলীন হয়েছে। একই সঙ্গে বিলীন হয়েছে ফসলি জমি ও গাছপালা। হুমকির মধ্যে রয়েছে আরো শতাধিক পরিবারের বাড়ি। সরেজমিনে দেখা যায়, লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট, মোগলহাট, বড়বাড়ি এবং পাটগ্রামের শ্রীরামপুর, জোংরা, বুড়িমারী ইউনিয়নের ২২টি পয়েন্টে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যে জোংরা, কুলাঘাট ও মোগলহাটের অবস্থা উদ্বেগজনক। এ তিন ইউনিয়নের কিছু এলাকায় ভাঙন ঠেকাতে চলছে বাঁধ নির্মাণের কাজ। তবে এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, বাঁধ নির্মাণের কাজ পরিকল্পিতভাবে করা হচ্ছে না। ফলে ভাঙনের আশঙ্কা থেকেই যাচ্ছে। স্থায়ীভাবে নদী শাসন করতে না পারলে লালমনিরহাটের ধরলা তীরের মানুষ কৃষি অর্থনীতিতে ঘুরে দাঁড়াতে পারবেন না। তারা জানান, এ অঞ্চলের মানুষের জীবন জীবিকা রক্ষায় পরিকল্পিতভাবে নদীশাসন এখন সময়ের দাবি। ধরলার ভাঙনে বিলীন হয়েছে জোংরা ও মোগলহাট ইউনিয়নের বেলিচা বেগম, আইনুদ্দিন, মোতালেব উদ্দিন, নজরুল ইসলাম, শামসুল হক, গফুর মোল্লা, মাইফল নেছা, ফয়েজ উদ্দিন, আনোয়ার হোসেন ও রেজিয়া বেগমের বসতবাড়িসহ সব সহায়-সম্বল। তারা বলেন, আমরা ত্রাণ চাই না। আমরা স্থায়ী সমাধান চাই। বাঁধ দিয়ে ধরলা নদী শাসন করতে পারলে আমাদের গ্রামের দৃশ্য বদলে যাবে। তখন নিজেরাই আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারব। জোংরা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ আলী ও মোগলহাট ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, বন্যা হলেই ধরলা তীরবর্তী পরিবারগুলো দুর্ভোগে পড়ে। খুব কষ্ট হলেও আমাদের কিছু করার থাকে না। তাদের ভাগ্য পরিবর্তনে শুধু নদী শাসনই কার্যকর ভূমিকা রাখতে পারে। এ লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্যরাও চেষ্টা করছেন। কিন্তু প্রাপ্ত বরাদ্দ প্রয়োজনের তুলনায় খুবই কম। কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী জানান, বন্যার পানি নেমে গেলেও অস্বাভাবিক ভাঙনের মুখে ইউনিয়নের প্রায় ৬০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অন্তত ১৫টি পরিবারের বসতবাড়ি বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন শেষ। তাদের সহায়তার জন্য শিগগির তালিকাটি জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন, কিছু এলাকায় ধরলা নদীশাসনের কাজ চলছে। তা ছাড়া ভাঙন ঠেকাতে টেকসই ব্যবস্থার পাশাপাশি কৌশলগত করণীয় নির্ধারণ ও বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) নির্দেশনা দেয়া হয়েছে। এবারের ক্ষতিগ্রস্তদের তালিকা পেলে তাদের সহযোগিতায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এ বিষয়ে লালমনিরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, পাটগ্রামের জোংরা ইউনিয়নে ১০টি প্যাকেজে ২৪ কোটি টাকার কাজ চলছে। এ ইউনিয়নে সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে চলছে ধরলা নদীর খননকাজও। এ ছাড়া সদর উপজেলার তিনটি ইউনিয়নে আটটি প্যাকেজে ৮ কোটি টাকার কাজ চলছে। পাউবো পরিকল্পনা করেই কাজ বাস্তবায়ন করে। তবে নদীশাসনের জন্য একসঙ্গে অর্থ বরাদ্দ পাওয়া যায় না। অর্থ বরাদ্দ পেলে নদীশাসনের কাজ দ্রুত করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App