×

পুরনো খবর

ছাড় পেল শাকিব-শ্রাবন্তী অভিনীত 'ভাইজান এলো রে'

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৮, ০৩:১২ পিএম

ছাড় পেল শাকিব-শ্রাবন্তী অভিনীত 'ভাইজান এলো রে'
সাফটা চুক্তির ভিত্তিতে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে চারটি সিনেমা। এই ছবিগুলোর মধ্যে জিৎ-মিম জুটির কলকাতার সিনেমা ‘সুলতান : দ্য সেভিয়র’ বাংলাদেশের সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে গত রবিবার। এই ছবিটির পর এবার ছাড় পেল শাকিব খান-শ্রাবন্তী-পায়েল সরকার অভিনীত 'ভাইজান এলো রে' ছবিটি। শাকিব খান অভিনীত কলকাতার এই ছবিটি সোমবার চলচ্চিত্র সেন্সর প্রদর্শিত হয়। এরপর সেন্সর সদস্যরা ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করেন। চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব আলী সরকার জানান, গত বৃহস্পতিবার ‘ভাইজান এলো রে’ ছবিটি সেন্সরবোর্ডে মুক্তির অনুমতি নিতে জমা দেয়া হয়। সোমবার দুপুরে প্রদর্শনের পর কর্তন ছাড়াই ছাড়পত্র পায় ‘ভাইজান এলো রে’। আসছে ২০ জুলাই সারাদেশে মুক্তি পাবে ছবি দুটি। শাকিব-জিৎ এর লড়াই জমবে এবার বাংলাদেশে। 'ভাইজান এলো রে' ছবিটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। শাকিব অভিনীত শিকারি, নবাব, চালবাজ ছবিগুলোর পরিচালকও ছিলেন তিনি। এ ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাকিবকে। 'ভাইজান এলো রে' ছবিটি প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। এতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের মনিরা মিঠু, দীপা খন্দকার, শাহেদ আলী এবং কলকাতার রজতাভ দত্ত, বিশ্বনাথ বসু, শান্তিলাল মুখার্জি, সাগ্নিক, সুপ্রিয় দত্ত প্রমুখ। ‘ভাইজান এলো রে’ বাংলাদেশে আমদানি করে মুক্তি দিচ্ছে এন ইউ আহমেদ ট্রেডার্স। বিনিময়ে ওপারের জন্য থাকছে ‘দুলাভাই জিন্দাবাদ’। অন্যদিকে ‘সুলতান দ্য স্যভিয়র’ ছবিটি আমদানি করেছে জাজ মাল্টি মিডিয়া। এই ছবিটির পরিবর্তে কলকাতায় মুক্তি পাবে ‘পোড়ামন ২’ ছবিটি। রায়হান রাফি অভিনীত এই সিনেমাটিতে অভিনয় করেছেন সিয়াম, পূজা, বাপ্পারাজ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App