×

জাতীয়

অপব্যবহার রোধ না হলে বিশ্বাসযোগ্যতা হারাবে সংবাদমাধ্যম

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০১৮, ০৯:৩৮ পিএম

প্রসপেক্টস এন্ড চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ এন্ড বিয়ন্ড’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে। আজ মঙ্গলবার যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে আইন অনুষদ অডিটোরিয়ামে এ সেমিনারে বক্তারা বলেন, সংবাদমাধ্যম স্বাধীনতা ভোগ করলেও, কেউ কেউ এর অপব্যবহার করছে। ব্যবহারের চেয়ে অপব্যবহার বেশি হওয়ার ফলে সংবাদমাধ্যমগুলো ব্যক্তি বিশেষের এজেন্ডা বাস্তবায়ন করছে। এটি রোধ করা না গেলে সংবাদমাধ্যম তার বিশ্বাসযোগ্যতা হারাবে। তারা আরো বলেন, বিশ্বায়নের এ যুগে তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও অবাধ প্রবাহের ফলে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। সাংবাদকর্মীরা সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সঙ্গতি-অসঙ্গতি তাদের লেখনীর মাধ্যমে গণমানুষের সামনে উপস্থাপন করে থাকেন। এতে একদিকে যেমন দেশের বাস্তব প্রতিচ্ছবি গণমানুষের সামনে ফুটে ওঠে, তেমনি অসঙ্গতিগুলো দূর করার সুযোগ তৈরি হয়। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ও সেমিনার আয়োজন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ শহিদ উল্ল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক ও বিভাগের সভাপতি মো. আবুল কালাম আজাদ। সহকারী অধ্যাপক সায়মা আলমের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক ও সেমিনার আয়োজন কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয় প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী। এ সেমিনারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৯ জন শিক্ষকের ৮টি এবং ১১ জন শিক্ষার্থীর ৬টি প্রবন্ধ উপস্থাপিত হবে। এ ছাড়াও ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, খুলনা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ জন গবেষক তাদের প্রবন্ধ উপস্থাপন করবেন এতে। বিশেষভাবে উল্লেখ্য, ভারত থেকে ১৭ জন, পাকিস্তান থেকে ৪ জন, নেপাল থেকে ২ জন ও ভুটান, চীন, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং রাশিয়া থেকে ১ জন করে প্রবন্ধকার এ সম্মেলনে অংশগ্রহণ করছেন। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থীসহ শিক্ষক-গবেষক এতে অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App