×

জাতীয়

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মিছিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০১৮, ০৬:৪৩ পিএম

শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মিছিল

কোটা সংস্কার আন্দোলনের কারণে গ্রেফতার ছাত্রদের মুক্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে মৌন মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

‘শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ’-এর ব্যানারে সোমবার বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়। মুখে কালো কাপড় বেঁধে এতে বিপুল পরিমাণ শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও অনুষদ ভবন প্রদক্ষিণ করে শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়।

মিছিলে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক মানস চৌধুরী, প্রত্মতত্ব বিভাগের অধ্যাপক স্বাধীন সেন, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক শামসুল আলম, ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, দর্শন বিভাগের অধ্যাপক মুহম্মদ তারেক চৌধুরী, অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুরসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App