×

খেলা

ফখরের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের বিশাল জয়

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০১৮, ০৯:৩৮ পিএম

ফখরের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের বিশাল জয়
জিম্বাবুয়েকে দ্বিতীয় ওয়ানডেতেও বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। প্রথম ওয়ানডেতে ২০১ রানে জিতেছিল সফরকারীরা। সোমবার দ্বিতীয় ওয়ানডে জিতেছে ৯ উইকেটে। টানা দ্বিতীয় জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে পাকিস্তান। আগে ব্যাটিং করে জিম্বাবুয়ে মাত্র ১৯৪ রানে গুটিয়ে যায়। জবাবে ৮৪ বল আগে ৯ উইকেট হাতে রেখে জয় পায় পাকিস্তান। পাকিস্তানের জয়ের নায়ক ওপেনার ফখর জামান। বাঁহাতি ওপেনার ১২৯ বলে ১১৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৬ বাউন্ডারিতে ফখহার তার ইনিংসটি সাজান। তার সঙ্গে ওপেনিংয়ে ১১৯ রানের জুটি গড়েন ইমাম-উল-হক। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি পাওয়া ইমামুল দ্বিতীয় ওয়ানডেতে করেন ৪৪ রান। তার ইনিংসটি কাটা পড়ে রান আউটে। এরপর আর কোনো উইকেট হারায়নি পাকিস্তান। ফখরের সঙ্গে ২৯ রানে অপরাজিত থাকেন বাবর আজম। এর আগে বুলাওয়েতে ব্যাটিংয়ে নেমে ১৮ রান তুলতেই ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। তৃতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন হ্যামিলটন মাসাকাদজা ও তারিসাই মুসাকান্দা। এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাথা তুলতে পারেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৫৯ রান করেন হ্যামিলটন মাসাকাদজা। ৫০ রান আসে পিটার মুরের ব্যাট থেকে। বল হাতে পাকিস্তানের সেরা বোলার উসমান খান। ৩৬ রানে ৪ উইকেট নেন তিনি। এছাড়া ৮.২ ওভারে ৩২ রানে ৩ উইকেট নেন হাসান আলী। তৃতীয় উইকেট পাওয়ার পর নিজের সহজাত ভঙ্গীতে উদযাপন করতে গিয়ে চোটে পড়েন হাসান আলী। আগামী বুধবার সিরিজের তৃতীয় ওয়ানডে একই মাঠে অনুষ্ঠিত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App