×

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় মাইন বিস্ফোরণে নিহত ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০১৮, ০৪:১২ পিএম

দক্ষিণ আফ্রিকায় মাইন বিস্ফোরণে নিহত ৫
দক্ষিণ আফ্রিকার একটি তামার খনিতে মাইন বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় জীবিত অপর একজনকে উদ্ধারে অভিযান চলছে। এএফপির খবরে তা বলা হয়েছে। রবিবার লিমপোপো প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে মাইন বিস্ফোরণের মাধ্যমে আহরণকৃত পালাবোরা তামার খনিতে শ্রমিকদের বহনকারী একটি কনভেয়ার বেল্টে আগুন লেগে ছয় শ্রমিক আটকা পড়ে বলে খনির মালিকানা প্রতিষ্ঠানটি জানায়। দক্ষিণ আফ্রিকার খনিজসম্পদ বিভাগের এক টুইট বার্তায় বলা হয়, পালাবোরা মাইন দুর্ঘটনায় পাঁচ শ্রমিকের নিহত হওয়ার কথা নিশ্চিত হওয়া গেছে।আটকে পড়া এক শ্রমিকের উদ্ধার কার্যক্রম চলছে। শ্রমিককে উদ্ধারের পর তদন্ত শুরু হবে। ভূগর্ভস্থ অগ্নিকাণ্ড হয়েছে এবং আশপাশের এলাকা নিরাপদ ঘোষণা করা হয়েছে। খনি প্রতিষ্ঠান পালাবোরা জানায়, খনিজসম্পদ বিভাগের খনি ব্যবস্থাপনা কর্মকর্তারা এই ঘটনার তদন্ত করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App