×

জাতীয়

তারেকের সন্ধান চায় পরিবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০১৮, ০৩:২০ পিএম

তারেকের সন্ধান চায় পরিবার
কোটা সংস্কার আন্দোলনের ‘নিখোঁজ’ নেতা মো. তারেক রহমানের সন্ধান দাবি করেছে তার পরিবার। তারেকের বাবা-মা বলেন, ১৪ জুলাই নিখোঁজ হওয়ার আগে থেকেই তারেককে সাদা পোশাকধারীরা অনুসরণ করতো। সোমবার দুপুরে সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারেকের সন্ধান দাবি করেন তার বাবা মো. আব্দুল লতিফ এবং মা শাহানা বেগম। তারেকের বাবা বলেন, যদি ডিবি পুলিশ তারেককে আটক করে থাকে তবে তা জানানো হোক। আমার ছেলে যদি অপরাধ করে থাকে পুলিশ ব্যবস্থা নেবে । কিন্তু আমরা তার খোঁজ চাই। তারিকের বাবা-মাকে তার বন্ধুরা জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় তারেক ফকিরাপুলের একটি দোকানে কোটা সংস্কারের ব্যানার ও কিছু কাগজ প্রিন্ট করতে গিয়েছিলেন। এরপর থেকে তারেককে পাওয়া যাচ্ছে না। তারেকের মোবাইল ফোনও বন্ধ। কোটা সংস্কার আন্দোলনকারীদের সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের একজন যুগ্ম আহ্বায়ক তরেক রহমান। কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করে ঢাকায় থেকে বিসিএসের প্রস্তুতি নিচ্ছিলেন তারেক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App