×

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে আগুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৮, ০৭:১৮ পিএম

শাহজালাল বিমানবন্দরে আগুন

রবিবার বিকালে বিমানবন্দরের টার্মিনাল-২ এ দোতলার ইমিগ্রেশন অফিসের কাছে ধোঁয়া দেখার পর সবাই আতঙ্কিত হয়ে পড়লে ফায়ার সার্ভিস যায় আগুন নেভাতে।

ফায়ার সার্ভিসের উত্তরা স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “আমাদের সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।”

বিকাল ৬টার দিকে এই আগুনের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিস ও ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে।

ওসি ইমিগ্রেশন (জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার) তাসমিন আশরাফ সোয়া ৬টার দিকে বলেন, “পুরো বিমানবন্দর ধোঁয়ায় ভরে গেছে। বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ইমিগ্রেশনের কাজও বন্ধ হয়ে গেছে।”

এরপর পৌনে ৭টার দিকে সিভিল এভিয়েশনের পরিচালক কাজী ইকবাল কবির  বলেন, “সব কিছু স্বাভাবিক। এয়ারলাইন্স চলাচল ও ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক রয়েছে।”

আগুনের বিষয়ে তিনি বলেন, “ইমিগ্রেশন পর লবিতে যেখানে যাত্রীরা বসেন সেখানে ধোঁয়া দেখতে পেয়ে সবাই ভয় পেয়ে গিয়েছিল। কোথাও কোনো আগুন দেখা যায়নি। ধোঁয়ায় আতঙ্ক সৃষ্টি হয়।”

তবে এই ধোঁয়ার উৎস কী, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি তিনিও।

বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বপালনকারী সংস্থা এপিবিএনের কমান্ডিং অফিসার রাশেদুল ইসলাম বলেন, “বিমানবন্দরে কোথাও আগুন দেখা যায়নি। ইমিগ্রেশনের পর লবিতে স্মোক দেখে অনেকে ভয় পেয়েছেন।”

এই ধোঁয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, “ধারণা করছি, কোথাও বৈদ্যুতিক গোলযোগ থেকে ধোঁয়া দেখা যেতে পারে।”

গত বছরের ১১ অগাস্ট শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল-১ এ আগুন লেগেছিল। তাতে প্রায় দুই ঘণ্টা বিমান উড্ডয়নসহ টার্মিনাল ভবনে কার্যক্রম বন্ধ থাকে। অগ্নিকাণ্ডে কোনো প্রাণক্ষয় না হলেও ৩৮ লাখ টাকার ক্ষতি হয়।

গত দুই বছরে বাংলাদেশের সর্ববৃহৎ বিমানবন্দরটিতে অন্তত ছয় বার অগ্নিকাণ্ড ঘটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App