×

আন্তর্জাতিক

মিয়ানমারে ভূমিধসে নিহত ১৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৮, ০৫:০৩ পিএম

মিয়ানমারে ভূমিধসে নিহত ১৫
মিয়ানমারের কাচিন প্রদেশের উত্তরাঞ্চলে হাপকান্ট খনি এলাকায় ভূমিধসের ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪৫ জন। রবিবার মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিনহুয়া। শনিবার বিকালে মাহার আসা পাহতামা কোম্পানির একটি রত্ন পাথর খনির কূপের দেয়াল ধসে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন হতাহতদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে। ভূমিধসের এই ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির স্থানীয় এক নেতা। হাপকান্টের প্রশাসক কিয়াও সোয়ার অং বলেন, খনির একটি ঢালে স্থানীয়রা মূল্যবান পান্নার সংগ্রহে অনুসন্ধান করার সময় ভূমিধস হয়েছে। এতে কাদামাটির নিচে চাপা পড়ে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর খনির লোন খিন এলাকায় পান্নার অনুসন্ধান বন্ধ ঘোষণা করা হয়েছে। গত মে মাসে একই এলাকায় এ ধরনের আরেকটি ঘটনায় ১৪ খনিশ্রমিক নিহত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App