×

পুরনো খবর

বিএনপিতে একক, একাধিক প্রার্থী নিয়ে বিপাকে আ.লীগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৮, ০২:৫৬ পিএম

বিএনপিতে একক, একাধিক প্রার্থী নিয়ে বিপাকে আ.লীগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগে সম্ভাব্য প্রার্থীর ছড়াছড়ি। তা ছাড়া অভ্যন্তরীণ কোন্দলে বিপাকে রয়েছে দলটি। অপরদিকে একক প্রার্থী নিয়ে সুবিধাজনক অবস্থায় রয়েছে বিএনপি। তবে দীর্ঘ ১২ বছর ক্ষমতার বাইরে থাকায় আর মামলা-হামলার ভয়ে অনেকটাই ঝিমিয়ে পড়েছেন বিএনপির নেতাকর্মীরা। ফলে এখনো মাঠ দখলে রয়েছে আওয়ামী লীগের। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী প্রার্থী দেয়া হলে আসনটি আওয়ামী লীগের দখলে থাকতে পারে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে আওয়ামী লীগের টিকেট পেতে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মৌলানা নুরুল ইসলাম, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক খোরশেদ আলম, আওয়ামী লীগ নেতা অধ্যাপক লুৎফর রহমান, সরিষাবাড়ী উপজেলার একসময়ের অভিভাবক উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক এমপি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুল মালেকের ছেলে বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মাহবুবর রহমান হেলাল ও কেন্দ্রীয় যুবলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান এলিন। তবে এসব প্রার্থী নির্বাচনী এলাকায় কিছু ব্যানার, ফেস্টুন ও পোস্টার সাঁটালেও মূলত মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাবেক এমপি ডা. মুরাদ হাসান ও সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ঢাকার তেজগাঁও কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ। তারা দুজনই সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ, সভা-সমাবেশ ও শোডাউনসহ গ্রামে গ্রামে বৈঠক করে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি নৌকায় ভোট চাইছেন সাধারণ মানুষের কাছে। এদিকে বিএনপির একক প্রার্থী হিসেবে মাঠে কাজ করছেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও দলের সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ভাতিজা ফরিদুল কবির তালুকদার শামীম। এ আসনে অন্য দলের প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির (জাপা) বর্তমান এমপি মামুনুর রশিদ জোয়ার্দার ও বিএনএফের প্রার্থী সাংবাদিক মোস্তফা বাবুল। সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের এক পক্ষের নেতাকর্মীরা বলেন, জামালপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মহান মুক্তিযুদ্ধের সংগঠক বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম এডভোকেট মতিউর রহমানের যোগ্য উত্তরসূরি এ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মুরাদ হাসান এমপি থাকাকালে এলাকার উন্নয়নের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের স্ব স্ব জায়গায় শক্ত অবস্থান তৈরি করেছিলেন। ফলে ওই সময় বিএনপি নেতাকর্মীরা মাঠে দাঁড়াতে পারেন নি। তিনি রাজনৈতিকভাবেই বিএনপিকে প্রতিরোধ করেছেন। এ জন্য তিনি এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে অনেকটাই জনপ্রিয়। এ ছাড়া এ আসনে বিএনপির রাজনৈতিক অবস্থান ও তালুকদার পরিবারের পেশিশক্তি মোকাবেলায় ডা. মুরাদ হাসানের প্রয়োজন বলে মনে করছেন উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীসহ তৃণমূল পর্যারের নেতাকর্মীরা। ডা. মুরাদ হাসান এবারো মনোনয়ন প্রত্যাশী। তিনি প্রায় সব সময় এলাকায় অবস্থান করেন। তিনি দলীয় কর্মসূচি পালন ও গণসংযোগের পাশাপাশি প্রতি সপ্তাহে এলাকার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিয়েও সেবা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। ডা. মুরাদ হাসানের সমর্থকরা বলেন, অধ্যক্ষ আব্দুর রশীদ তেজগাঁও কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালনের পাশাপাশি তেজগাঁও থানা আওয়ামী লীগ সভাপতির দায়িত্বেও রয়েছেন। তিনি মূলত তেজগাঁওকেন্দ্রিক রাজনীতির সঙ্গে জড়িত। মনোনয়ন পাওয়ার জন্য তিনি এখন ঘন ঘন এলাকায় আসছেন এবং গণসংযোগসহ রাজনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তারা আরো বলেন, যমুনা সার কারখানায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ছানোয়ার হোসেন বাদশার একক আধিপত্য বিস্তারে বাধা দেয়া সাবেক এমপি ডা. মুরাদ হাসানের সঙ্গে ছানোয়ার হোসেন বাদশাহর রাজনৈতিক বিরোধের কারণ। এই দুই নেতার প্রভাব বিস্তারকে কেন্দ্র করেই মূলত সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। আর এ সুযোগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তেজগাঁও কলেজের উপাধ্যক্ষ হারুনুর রশিদের বড় ভাই তেজগাঁও কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশীদ এবার আওয়ামী লীগের টিকেট পেতে মাঠে কাজ করছেন। তিনি ঘন ঘন এলাকায় এসে তার কর্মী-সমর্থকদের নিয়ে সভা-সমাবেশ ও মিছিলসহ গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের অন্য মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশাহ ও বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার মাহবুবর রহমান হেলাল দলীয় মনোনয়ন পেতে এলাকায় কাজ করে যাচ্ছেন। তারা এলাকায় গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় অব্যাহত রেখেছেন। এ আসনের দলীয় অন্য মনোনয়ন প্রত্যাশীরা শুধু ফেস্টুন ও পোস্টার সাঁটানোর মধ্য দিয়ে নিজেকে প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুদারের ভাতিজা জেলা বিএনপির সভাপতি সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার শামীম দলের একক প্রার্থী হিসেবে মাঠে কাজ করে যাচ্ছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজ দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার পাশাপাশি মাঠে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রয়াত চাচা ব্যারিস্টার আব্দুস সালাম তালুদার ও তালুকদার পারিবারের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে নিজেকে তুলে ধরছেন। বিএনপি নেতাকর্মীদের দাবি সহায়ক সরকারের অধীনে বা সুষ্ঠু নির্বাচন হলে তাদের প্রার্থী ফরিদুল কবির তালুকদার বিপুল ভোটে নির্বাচিত হবেন। এ আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মামুনুর রশিদ জোয়ার্দার এমপি। তিনি আবারো এ আসনে জাপার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন বলে দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন। এদিকে বিএনপির শক্তিশালী প্রার্থীর বিপরীতে দলীয় কোন্দল মিটিয়ে এলাকায় সব সময় অবস্থান এবং দলীয় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করেন এমন নেতাকে মনোনয়ন দেয়া না হলে আসনটি হাতছাড়া হতে পারে বলে মন্তব্য স্থানীয় আওয়ামী লীগ নীতিনির্ধারকসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App