×

খেলা

ফের আলোচনায় উট শাহিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৮, ০২:০৮ পিএম

ফের আলোচনায় উট শাহিন
অক্টোপাস পলের কথা হয়তো ভুলেননি অনেকে। ২০১০ সালের বিশ্বকাপে ব্যাপক আলোচনায় এসেছিলেন অক্টোপাসটি। একের পর এক সঠিক ভবিষ্যদ্বাণী করে সবার মন কাড়তে সক্ষম হয়েছিল পল। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে স্পেনকে বেছে নিলে অনেকেই ভুয়া বলে উড়িয়ে দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পলের ভবিষ্যদ্বাণীই হাড়ে হাড়ে সত্য হয়েছে। স্পেনই চ্যাম্পিয়ন হতে সক্ষম হয়েছে। তবে ফিফা বিশ্বকাপের একুশতম আসরে এবার পল নেই। রুশ বিড়াল একিলিসকে অফিশিয়াল জ্যোতিষী হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে আলোচনায় আসতে পারেনি শ্রবণ ক্ষমতাহীন বিড়ালটি। দিয়েছে একের পর এক ভুল ভবিষ্যদ্বাণী। একিলিস না পারলেও দুবাইয়ের উট শাহিন কিন্তু ঠিকই একের পর এক ভবিষ্যদ্বাণী করে যাচ্ছে। আর তা মিলেও যাচ্ছে হাড়ে হাড়ে। প্রথমদিকে শাহিনের করা ভবিষদ্বাণীতে কান দেয়নি কেউই। কারণ এর আগে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে তার করা ভবিষ্যদ্বাণী কার্যকরী হয়নি। রাশিয়া বিশ্বকাপে একিলিসের বিপরীতে উট শাহিন যখন সঠিক ভবিষ্যদ্বাণী দেয় তখন তার দিকে সবার নজর পড়ে। চলতি বিশ্বকাপের গ্রæপপর্বে তেমন সুবিধা করতে না পারলেও দ্বিতীয় রাউন্ডে আট ম্যাচের মধ্যে ছয়টিতেই সঠিক ভবিষ্যদ্বাণী দিয়েছে এই উট। কোয়ার্টার ফাইনালেও প্রায় সবগুলো ম্যাচে সঠিক জয়ী খুঁজে নিয়েছে উট। সেমিফাইনালের দুটি ম্যাচেই সঠিক জয়ী চিহ্নিত করেছে শাহিন। উটের সামনে দুটি কাঠিতে করে দুই দেশের পতাকা রাখা হয়। তারপর উটটি একটি পতাকাকে বেছে নেয়। এর মাধ্যমেই নির্ধারিত হয়ে থাকে ম্যাচটি আসলে কোন দেশ জিতবে। ব্যাপক আলোচনায় থাকা উট ইতোমধ্যে ফাইনালের ভবিষ্যদ্বাণী করে ফেলেছে। উটের কথা সত্যি হলে হয়ত হতাশায় ভুগতে হবে ফরাসি সাপোর্টারদের। কেননা, চ্যাম্পিয়ন দল হিসেবে শাহিন বেছে নিয়েছে ক্রোয়েশিয়াকে। আর ক্রোয়েটরা যদি সত্যিই জিতে যায় তাহলে ১৯৯৮ সালের পর ফের একবার নতুন বিশ্বচ্যাম্পিয়ন দেখবে ফুটবলবিশ্ব। তবে ফ্রান্সের জন্য হতাশায় ভোগার কিছু নেই। কেননা, উটের করা ভবিষ্যদ্বাণী যে প্রতিটি ম্যাচেই সত্যি হবে এ কথার কোনো ভিত্তি নেই। কেননা, দ্বিতীয় রাউন্ডে আটটি ম্যাচের মধ্যে দুটিতে কিন্তু ভুল ভবিষ্যদ্বাণী করেছিল। তাই ফাইনাল ম্যাচেও ভুল হতেই পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App