×

জাতীয়

প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা : চলছে পাল্টাপাল্টি অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৮, ১১:১৬ এএম

দিন-রাত সমান তালে প্রচার-প্রচারণা চালাচ্ছেন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীরা। ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে গণসংযোগের পাশাপাশি করছেন উঠান বৈঠকও। এর মাঝেই সুষ্ঠু নির্বাচন নিয়ে আবারো সংশয় প্রকাশ করেছেন বিএনপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থীরা। এ ছাড়া প্রশাসনের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণসহ ক্ষমতাসীনদের বিরুদ্ধে হুমকি-ধমকি দেয়ারও অভিযোগ তুলেছেন তারা। তবে এসব অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর দাবি বিএনপির ঘাঁটিতে নৌকার জোয়ার আসায় উল্টো-পাল্টা কথা বলছেন বিরোধী প্রার্থীরা। গতকাল সকাল সাড়ে ১০টায় নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের খ্রিস্টান কলোনি এলাকায় গনসংযোগ এবং ধানের শীষের লিফলেট বিতরণ করেন বিএনপির মেয়র প্রার্থী এডভোকেট মজিবর রহমান সরোয়ার। গণসংযোগকালে বিএনপি নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে শ্লোগান  গান দিয়ে ভোট চান। এ সময় মজিবর রহমান সরোয়ার আবারো প্রশাসনের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ করে বলেন, বিগত দিনের ভোটের পরিসংখ্যান বলছে বরিশাল বিএনপির ঘাঁটি। অথচ বিএনপিকে মিছিল করতে দেয়া হচ্ছে না এবং কর্মী-সমর্থকদের নানাভাবে হুমকি-ভয়ভীতি দেখানো হচ্ছে। প্রায় একই সময়ে নগরীর নূরিয়া স্কুল এলাকায় গণসংযোগসহ লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগের প্রার্থী সাদিক আবদুল্লাহ। এ সময় উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান সাদিক। গণসংযোগকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা নৌকা মার্কার পক্ষে বিভিন্ন শ্লোগান দেয়। আওয়ামী লীগ প্রার্থী সাদিক আবদুল্লাহ জানান, গত কয়েক দিনের প্রচারণায় জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন। আগে দুয়েকটি এলাকা নির্দিষ্ট একটি দলের ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত থাকলেও এখন আর সেসব কিছু নেই দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগও চায় সুষ্ঠু ভোটের মাধ্যমে একজন যোগ্য প্রার্থী মেয়র নির্বাচিত হোক। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বিরোধী কোনো প্রার্থীর কর্মী-সমর্থককে হুমকি-ধমকি দিলে তার বিরুদ্ধে দলীয় শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথাও বলেন সাদিক আবদুল্লাহ। সকাল পৌনে ১১টার দিকে নগরীর নাজির মহল্লা, জেলখানার মোড়, হাসপাতাল রোড, নতুন বাজার, চাদমারি, ১২, ২৪, ১১নং ওয়ার্ডে গণসংযোগসহ লিফলেট বিতরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান মাহবুব। এ সময় প্রতীকী হাত পাখা নিয়ে শ্লোগান দেন নেতাকর্মীরা। তারা পরিকল্পিত নগরী গড়তে হাতপাখা মার্কায় ভোট চান। গণসংযোগকালে তিনিও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন। মাওলানা ওবায়দুর রহমান মাহবুব নতুন বাজার এলাকায় গনসংযোগ করার সময় আ.লীগের মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তাকে দেখতে পেয়ে ছুটে এসে কুশল বিনিময় করেন এবং দোয়া চান। অন্যদিকে সকাল ১১টায় নগরীর সদর রোডের অশি^নী কুমার হলে এক অনুষ্ঠানের মাধ্যমে ২৪ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। এ সময় জেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তাপসের ২৪ দফা ইশতেহারের উল্লেখযোগ্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সিটি করপোরেশনকে সর্বপ্রচার চাঁদাবাজি-টেন্ডারবাজি ও দুর্নীতিমুক্ত করা, আধুনিক ব্যবস্থাপনায় রাতের মধ্যে বর্জ্য অপসারণ, নদীর কাছে পার্ক ও পর্যটন কেন্দ্র গড়ে তোলা, লেবার কোর্টসহ বিভাগীয় শহরে যেসব সরকারি দপ্তরের বিভাগীয় কার্যালয় নেই সেগুলো প্রতিষ্ঠা করা এবং সাংবাদিক ও মুক্তিযোদ্ধাদের জন্য পৃথক আবাসস্থল নির্মাণ। পোস্টারের নগরী বরিশাল : দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় বরিশালের মেয়র প্রার্থী থেকে শুরু করে ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে। নির্বাচনে বিজয়ী হতে নিজ নিজ প্রতীককে বড় করে দেখাতে চলছে প্রচার-প্রচারণা। পোস্টারে ছেয়ে গেছে গোটা নগরী। সমর্থকদের হাতে হাতে রয়েছে তাদের পছন্দের প্রার্থীর নির্বাচনী প্রচারণার লিফলেট। লিফলেটগুলো সমর্থকেরা সাধারণ ভোটারদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। মোটকথা পুরো নগরীর অলিগলি এখন ছেয়ে গেছে মেয়র ও কাউন্সিলরদের পোস্টারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App