×

খেলা

কার হাতে উঠছে গোল্ডেন গ্লাভস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৮, ০৩:০৬ পিএম

কার হাতে উঠছে গোল্ডেন গ্লাভস
প্রথম রাউন্ড শেষে রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী গোলরক্ষকের তালিকায় অনেকের নাম ছিল। তবে দলের বিদায়ের সঙ্গে সঙ্গে শেষ হয়েছে অনেক গোলরক্ষকের স্বপ্ন। ২১তম বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ীদের দৌড়ে এখন যে দুজন গোলরক্ষক সবচেয়ে এগিয়ে রয়েছেন তারা হলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডেনিয়েল সুবাসিচ ও ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস। অবশ্য সেমিফাইনাল থেকে বিদায় নেয়া ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফর্ডের হাতেও উঠতে পারে গোল্ডেন গ্লাভসের পুরস্কার। পাশাপাশি বেলজিয়ামের গোলরক্ষক থিবাউট কুর্তেইসেরও এবারের সেরা গোলরক্ষকের পুরস্কার জেতার সম্ভাবনা রয়েছে। কিন্তু বিশ্বকাপের অতীত রেকর্ড বলছে শিরোপা জেতা দলের গোলরক্ষকই জিতেন গোল্ডেন গ্লাভসেরর পুরস্কার। সে হিসেবে বলা যায়, রাশিয়া বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসের পুরস্কার জিততে যাচ্ছেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডেনিয়েল সুবাসিচ অথবা ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিসের মধ্যে যেকোনো একজন। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জিতেছেন ওই বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল নুয়্যার। এর আগের বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জিতেছেন ইকার ক্যাসিয়াস। ওই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন। ইতালির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গোলরক্ষক জিয়ানলুইজি বুফন জিতেছেন ২০০৬ বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস। এদের উত্তরসূরি হতে যাচ্ছেন কে ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস নাকি ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডেনিয়েল সুবাসিচ? প্রশ্নটার উত্তর পাওয়া যাবে আজ রাতে। তবে এ দুজনের মধ্যে পারফরমেন্সের বিচারে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডেনিয়েল সুবাসিচ। লুকা মড্রিচদের রাশিয়া বিশ^কাপের ফাইনাল পর্যন্ত নিয়ে আসার পেছনে বড় অবদান রয়েছে বর্তমানে ৩৩ বছর বয়সী এই গোলরক্ষকের। গ্রæপপর্বের ৩টি ম্যাচে সহজেই জয় পেলেও নক আউটের প্রতিটি ম্যাচেই রোমাঞ্চ ছড়িয়ে জিতেছে ক্রোয়েশিয়া। যেখানে দ্বিতীয় রাউন্ড ও শেষ আটে তারা জিতেছে টাইব্রেকারে। দ্বিতীয় রাউন্ডে টাইব্রেকারে তারা হারিয়েছেন ডেনমার্ককে। ওই ম্যাচে টাইব্রেকারে ডেনমার্কের এরিকসন, সোনে ও জার্গেনসনের শট আটকেছেন সুবাসিচ। কোয়ার্টার ফাইনালেও সুবাসিচের দুর্দান্ত গোলকিপিংয়ে জয় পেয়েছে ক্রোয়েশিয়া। ওই ম্যাচে রাশিয়ার দুইটি শট আটকেছেন তিনি। এছাড়া সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতেও দারুণ গোলকিপিং করেছেন তিনি। অন্যদিকে ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিসকে এখনো টাইব্রেকারের কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়নি। তবে অধিনায়কের দায়িত্বের পাশাপাশি রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের গোলপোস্টটাও বিশ্বস্ততার সঙ্গে সামলাচ্ছেন লরিস। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি বাদ দিলে এখন পর্যন্ত কেবল একবার বল প্রবেশ করেছে ফ্রান্সের জালে। এতেই বুঝা যায় লরিসের পারফরমেন্স কতটা দুর্দান্ত। আজ ফ্রান্স জিতলে গোল্ডেন গ্লাভসটা উঠতে পারে লরিসের হাতেই। তবে আজ ক্রোয়েশিয়া হারলেও যদি সুবাসিচ গোল্ডেন গ্লাভস জেতেন তবে অবাক হওয়ার কিছু নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App