×

খেলা

আজও প্রিয়তমার মুখে হাসি ফোটাতে চান গ্রিজম্যান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৮, ০৩:১০ পিএম

আজও প্রিয়তমার মুখে হাসি ফোটাতে চান গ্রিজম্যান
গত বছরের মার্চের ৫ তারিখ স্প্যানিশ লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হয়েছিল শক্তিশালী অ্যাতলেটিকো মাদ্রিদ। ওই ম্যাচের ১০ ও ৮৩ মিনিটে দলের হয়ে মূল্যবান ২টি গোল করেন ফরোয়ার্ড এন্তোনি গ্রিজম্যান। ফরাসি ফরোয়ার্ডের জোড়া গোলে ম্যাচটি অ্যাতলেটিকো মাদ্রিদ জিতে নেয় ৩-০ গোলে বড় ব্যবধানে। তবে সবার দৃষ্টি কেড়েছিল একটি বিষয়। এদিন জোড়া গোলের উদযাপনটা একটু ভিন্নভাবে করেছিলেন গ্রিজম্যান। বরাবরই কিছুটা শান্ত স্বভাবের গ্রিজম্যান জোড়া গোলের পর উঁচিয়ে ধরেন তার জার্সি। আর ভেতরের টি-শার্টে লেখা ছিল ‘শুভ জন্মদিন এরিকা’। আজও ফরাসিরা গ্রিজম্যানের এমন রোমান্টিক গোল উদযাপন দেখতে চাইবে। এরিকা গ্রিজম্যানের বান্ধবীর নাম। ৫ মার্চ তার জন্মদিন। জন্মদিনে প্রিয়তমাকে জোড়া গোল উপহার দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড। এভাবে প্রিয়তমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর বিষয়ে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচের কয়েক দিন পর স্পেনের একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে গ্রিজম্যান বলেন, এরিকার জন্মদিনের কয়েক দিন আগে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এবারের জন্মদিনে সে আমার কাছে কী চায়। জবাবে সে কেবল মিষ্টি করে হেসেছিল। আমি বুঝেছিলাম এবারের জন্মদিনে তার জন্য অভিনব কিছু করা প্রয়োজন। তাই এভাবে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি। এমন আচরণই বুঝিয়ে দেয় ফুটবল মাঠের শান্ত ও ভদ্র ছেলে এন্তোনি গ্রিজম্যান কতটা রোমান্টিক এবং কতটা ভালোবাসেন তার স্ত্রীকে। এন্তোনি গ্রিজম্যানের স্ত্রীর পুরো নাম এরিকা চোপেরেনা। ১৯৯১ সালের ৫ মার্চ জন্মগ্রহণ করেন তিনি। বর্তমানে ২৭ বছর বয়সী এই সুন্দরীর জন্ম ফ্রান্সে। একটি বিউটি বøগ চালানোর মাধ্যমে সময়ের অন্যতম জনপ্রিয় ফুটবলার এন্তোনি গ্রিজম্যানের সঙ্গে প্রণয়ে জড়ানোর অনেক আগে থেকেই জনপ্রিয় তিনি। ফ্রান্সে জন্ম হলেও এরিকার বেড়ে ওঠা মূলত স্পেনে। স্পেনের সান সেবেস্টিয়ানের একটি কলেজে পড়ার সময় এন্তোনি গ্রিজম্যানের সঙ্গে পরিচয় হয় এরিকা চোপেরেনার। পরিচয়ের পর থেকেই এরিকার প্রতি আলাদা এক ধরনের ভালোলাগা তৈরি হয় গ্রিজম্যানের। তবে সমস্যা দেখা যায় ভাষার ক্ষেত্রে। ফ্রান্সে জন্ম নিলেও ফরাসি ভাষা খুব একটা বুঝেন না এরিকা। তিনি কথা বলেন স্প্যানিশ ভাষায়। অন্যদিকে প্রায় ১২ বছরেরও বেশি সময় ধরে স্পেনে বাস করলেও স্প্যানিশ ভাষাটা এখনো ঠিকভাবে আয়ত্ত করতে পারেননি ফরাসি ফরোয়ার্ড এন্তোনি গ্রিজম্যান। তাই এরিকাকে নিজের ভালোলাগাটা প্রকাশ করতে নানা সমস্যায় পড়তে হয় গ্রিজম্যানকে। শুরুতে ইশারায় কয়েকবার প্রেমের প্রস্তাব দিতে গিয়েও ব্যর্থ হতে হয় তাকে। তবে একসময় ঠিকই গ্রিজম্যানের মনের কথাটা বুঝতে পারেন এরিকা চোপেরেনা এবং ২০১৭ সালে বিয়েবন্ধনে জড়ান তারা। বর্তমানে এন্তোনি গ্রিজম্যান ও এরিকার সংসারে মিয়া গ্রিজম্যান নামের এক কন্যা রয়েছে। আজ রাশিয়া বিশ^কাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নামবে ফ্রান্স। এ ম্যাচে ফরাসিদের বিশেষ প্রত্যাশা থাকবে গ্রিজম্যানের ওপর। কেননা রাশিয়া বিশ^কাপে এখন পর্যন্ত দারুণ খেলেছেন তিনি। অন্যসব ফরাসি সমর্থকের মতো প্রিয়তমা স্ত্রী এরিকা চোপেরেনারও যে এন্তোনি গ্রিজম্যানের ওপর অনেক প্রত্যাশা রয়েছে সেটি অনুমান করা যায়। তবে একথা ঠিক যে, গ্রিজম্যান নিশ্চয়ই চাইবেন আজকের ফাইনালে জোড়া গোল করে জার্সি উঁচিয়ে তা প্রিয়তমা স্ত্রী এরিকার উদ্দেশে উৎসর্গ করতে; যেভাবে তিনি গত বছর জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন এরিকাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App