×

তথ্যপ্রযুক্তি

আইপ্যাডের ফটোশপের পূর্ণাঙ্গ সংস্করণ নিয়ে আসছে অ্যাডোবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০১৮, ০৪:৩৩ পিএম

আইপ্যাডের ফটোশপের পূর্ণাঙ্গ সংস্করণ নিয়ে আসছে অ্যাডোবি
আইপ্যাডের জন্য  অ্যাডোবি নিয়ে আসছে  ফটোশপের পূর্ণাঙ্গ সংস্করণ। এ সম্পর্কে প্রতিষ্ঠানটির  চিফ প্রোডাক্ট অফিসার ফর ক্রিয়েটিভ ক্লাউড স্কট বেলস্কি বলেছেন, ফটোশপের মতো অত্যাধুনিক ও শক্তিশালী কিছু তৈরি করতে অনেক কিছু প্রয়োজন হয়। যতো দ্রুত সম্ভব অ্যাপটি আমি বাজারে আনতে চাই। সবসময় কম্পিউটারে কাজ করা যায় না।কম্পিউটার থেকে দূরে থাকলেও ফোনের মাধ্যমে এডিটিংয়ের কাজ সারতে বহুদিন ধরেই ব্যবহারকারীরা পূর্ণাঙ্গ একটি মোবাইল ফটোশপের দাবি জানিয়ে আসছিলেন। তাদের চাহিদার কথা চিন্তা করেই অডোবি ফটোশপ অ্যাপটি তৈরি করা হচ্ছে। বাজারে আসলে অ্যাডোবি ফটোশপকে পাল্লা দিতে হবে অ্যাফিনিটি ফটো ও পিক্সেলম্যাটোর মতো লেয়ারভিত্তিক এডিটিং অ্যাপের সঙ্গে। চলতি বছরের অক্টোবরে এ ব্যাপারে প্রতিষ্ঠানটি ঘোষণা দেবে। আগামী বছরই অ্যাপটি যুক্ত আইপ্যাডে হতে যাচ্ছে। এর আগে অ্যাডোবি আইওএস প্ল্যাটফর্মের জন্য ফটো এক্সপ্রেস নামে একটি অ্যাপ ছাড়লেও তা ডেক্সটপ সংস্করণের মতো জনপ্রিয়তা পায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App