×

জাতীয়

সেপ্টেম্বরে স্বাস্থ্যসেবায় নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুলাই ২০১৮, ১২:৫৪ পিএম

সেপ্টেম্বরে স্বাস্থ্যসেবায় নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ
আগামী সেপ্টেম্বর মাসে স্বাস্থ্যসেবায় নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশ। ওই মাসের মাঝামাঝি সময়ে বিশ্বের সবচেয়ে বড় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং এশিয়ার বৃহত্তম পঙ্গু হাসপাতাল উদ্বোধন করা হবে। অত্যাধুুনিক সুযোগ সুবিধাসম্পন্ন এই দুটি প্রতিষ্ঠান চালু হলে দেশের স্বাস্থ্যসেবার মান আরো উন্নত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট : বর্তমানে বিশে^র তিনটি দেশে সর্বোচ্চ ৪০০ শয্যার বার্ন ইনস্টিটিউট রয়েছে। দেশগুলো হলোÑ জার্মানি, চীন ও তাইওয়ান। সেপ্টেম্বরে ঢাকায় ৫০০ শয্যার এই বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চালু হলে এটিই হবে বিশ্বের সবচেয়ে বড় ও বেশি শয্যার বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসংলগ্ন এলাকায় গড়ে তোলা হয়েছে স্বতন্ত্র ও বিশেষায়িত এই চিকিৎসা প্রতিষ্ঠানটি। ১৮ তলাবিশিষ্ট অত্যাধুনিক এই ভবনে নারী, পুরুষ ও শিশুদের জন্য থাকছে আলাদা ওয়ার্ড। ২০টি আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট) বেডের পাশাপাশি থাকছে ৪৮টি এইচডিইউ (হাই ডিপেন্ডিন্সি ইউনিট) এবং ৩২টি পোস্ট অপারেটিভ বেড। থাকবে ২৪টি পেয়িং বেডও। ৪টি অপারেশন থিয়েটার নিয়ে থাকবে অত্যাধুনিক অপারেশন থিয়েটার কমপ্লেক্স, থাকবে একটি জরুরি বিভাগ। অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ পরীক্ষাগার, নিজস্ব বøাড ব্যাংক, জন্মগত ত্রæটি বা ঠোঁট কাটাদের জন্য আলাদা একটি সেন্টারের পাশাপাশি এখানে থাকবে একটি স্কিন (চামড়া) ব্যাংক এবং উচ্চমানের অক্সিজেন চেম্বার। তাছাড়া এখানে স্থাপন করা হবে দেশের একমাত্র ভিডিও-ফ্লারোস্কোপ। এই ইনস্টিটিউটে চার ক্যাটাগরিতে নিয়োগ দেয়া হবে দুই হাজার জনবল। ১৩ জন অধ্যাপক, ১৫ জন সহযোগী অধ্যাপক, ৩৮ জন সহকারী অধ্যাপক চিকিৎসক থাকবেন। সেই সঙ্গে ৩ জন আবাসিক সার্জন, ৩০ জন জুনিয়র কনসালটেন্ট, ১৯ জন রেজিস্ট্রার, ৩১ জন সহকারী রেজিস্ট্রারসহ দুইশ জন মেডিকেল অফিসার ও সহকারী সার্জনের পদও সৃষ্টি করা হয়েছে। ইনস্টিটিউট পরিচালনায় ৯৪০ জন ২য় শ্রেণির কর্মকর্তা, ৪৭১ জন তৃতীয় শ্রেণির ও ৩৭০ জন চতুর্থ শ্রেণির কর্মচারী থাকবেন। এমবিবিএস ডিগ্রিধারীরা এখানে উচ্চতর চিকিৎসা শিক্ষা গ্রহণ এবং ইন্টার্ন করতে পারবেন। ক্লিনিক্যাল সার্ভিস, ওয়াই-ফাই সুবিধাসহ সমৃদ্ধ লাইব্রেরি, শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় থাকছে এসি ও মাল্টিমিডিয়া যুক্ত ২০০ সিটের ক্লাস রুম এবং একটি কনফারেন্স রুম। প্রকল্প পরিচালক এবং ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. মো. আবুল কালাম জানান, আগামী ১০-১২ সেপ্টেম্বরের মধ্যে এই ইনস্টিটিউটের উদ্বোধন করা হবে। যা দেশে বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে তিনি মনে করেন। পঙ্গু হাসপাতালের শয্যা বাড়ছে : আগামী সেপ্টেম্বর মাসেই এশিয়ার বৃহত্তম পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিতি পাবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসনকেন্দ্র (নিটোর বা সাবেক পঙ্গু হাসপাতাল)। নিটোরের পরিচালক ও অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল গণি মোল্লা জানান, হাসপাতালে শয্যা সংখ্যার তুলনায় রোগীর চাপ কয়েকগুণ বেশি হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অর্থোপেডিক হাসপাতালের নতুন ১৪ তলা ভবন তৈরি করা হচ্ছে। যার কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। হাসপাতাল আগে থেকেই ৫০০ শয্যাবিশিষ্ট ছিল। যা এখন বাড়িয়ে এক হাজারে উন্নীত করা হচ্ছে। এখানে উন্নত প্রযুক্তিসম্পন্ন যন্ত্রপাতি থাকবে যার মাধ্যমে আরো উন্নতমানের চিকিৎসা দেয়া সম্ভব হবে। এ ছাড়া এই হাসপাতালে ব্যবহৃত পানি পুনরায় ব্যবহারে (রিসাইক্লিং) ব্যবস্থা থাকছে। যে পানি খাওয়া ছাড়া অন্যান্য কাজে ব্যবহার করা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App