×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র যে কোনো সময়ের চেয়ে এখন বেশি বিচ্ছিন্ন : রুহানি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০১৮, ০৬:৫০ পিএম

যুক্তরাষ্ট্র যে কোনো সময়ের চেয়ে এখন বেশি বিচ্ছিন্ন : রুহানি

ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরানের বিরুদ্ধে অবরোধ কেন্দ্র করে যে কোনো সময়ের চেয়ে যুক্তরাষ্ট্র এখন বেশি বিচ্ছিন্ন। এমনকি নিজের মিত্র দেশগুলোর সঙ্গেও বিচ্ছিন্নতা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের।

শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া এক ভাষণে তিনি এ কথা বলেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

তিনি বলেন, আমরা এমন একটি পরিস্থিতিতে আছি যে যুক্তরাষ্ট্র যে কোনো সময়ের চেয়ে বেশি বিচ্ছিন্ন। এ সময়ে তিনি ব্রিটেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভের কথা উল্লেখ করেন।

গত মে মাসে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ অর্থনৈতিক অবরোধের ঘোষণাও এসেছে তার কাছ থেকে।

২০১৫ সালে তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে করা চুক্তিটিকে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষয়ে যাওয়া, পচা বলে মন্তব্য করেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে করা এই পরমাণু চুক্তির কারণে মার্কিন নাগরিক হিসেবে আমি লজ্জিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App