×

আন্তর্জাতিক

প্লেনেই গ্রেপ্তার হতে পারেন নওয়াজ-মরিয়ম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০১৮, ১২:১৫ পিএম

প্লেনেই গ্রেপ্তার হতে পারেন নওয়াজ-মরিয়ম
দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার মেয়ে মরিয়ম লাহোরে পৌঁছানোর আগে প্লেনেই গ্রেপ্তার হতে পারেন। জানা যায়, তারা লন্ডন থেকে লাহোরের পথে রয়েছেন এবং তাদের ফ্লাইটটি শুক্রবার (১৩ জুলাই) সকালে আবুধাবিতে অবতরণ করেছে। ​আবুধাবি বিমানবন্দর থেকে দেওয়া এক বিবৃতিতে নওয়াজ বলেন, আমি জানি আমাকে সরাসরি কারাগারে নেওয়া হবে। আমার এই আত্মত্যাগ পাকিস্তানের জনগণ ও পরবর্তী প্রজন্মের জন্য। এমন সুযোগ আর আসবে না। অপরদিকে ফ্লাইটটি পাকিস্তানের আকাশ সীমায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে যাতে নওয়াজ শরিফ ও তার মেয়েকে গ্রেপ্তার করা যায়, সেই উদ্দেশে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর একটি দল আবুধাবি রওনা হয়েছেন। এই নাটকীয় গ্রেপ্তারের উদ্দেশে ইতোমধ্যে লাহোরে প্রায় ১০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। লাহোরের স্থানীয় সময় বিকেল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। এছাড়াও টেলিভিশনে রাজনৈতিক সংবাদ পরিবেশনের ওপর আনা হয়েছে কঠোর সতর্কতা। গত ৬ জুলাই দেশটির আদালত সাজা ঘোষণার সময় করে। অসুস্থ স্ত্রীর পাশে লন্ডনের একটি হাসপাতালে অবস্থান করছিলেন নওয়াজ শরিফ। দেশে ফিরলেই গ্রেপ্তার করা হবে এমনটা জেনেও সে সময় পাকিস্তানে আসার ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী আজ শুক্রবার সকালে লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বাবা-মেয়ে। পাক গণমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার বিকেল সোয়া ৬টার দিকে তারা লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেবেন। ইত্তিহাদ এয়ারওয়েজের একটি বিমান তাদের আবুধাবি হয়ে পাকিস্তানে পৌঁছে দেবে। খবরে বলা হয়েছে, লাহোর বিমানবন্দরে পৌঁছার পর নওয়াজ ও মরিয়মকে গ্রেপ্তার করা হবে। সেখান থেকে হেলিকপ্টারে করে তাদের রাজধানী ইসলামাবাদে নেওয়া হবে এবং বাবা-মেয়েকে আদিয়ালা কারাগারে পাঠানো হবে। প্রসঙ্গত, পাকিস্তানের ন্যাশনাল আকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) কোর্ট বেশ কয়েকবার রায় ঘোষণার সময় পেছানোর পর এই রায় দেয়। ২০১৫ সালে পানামা পেপার কেলেঙ্কারিতে বিদেশি প্রতিষ্ঠানে নওয়াজ শরিফের সন্তানদের সম্পত্তির কথা ফাঁস হয়। ওইসব প্রতিষ্ঠানের মাধ্যমে তারা অর্থপাচার করে দেশের বাইরে সম্পত্তি কিনছিলেন। এর মধ্যে লন্ডনের পার্ক লেনের আভেনফিল্ড হাউজে চারটি বিলাসবহুল ফ্ল্যাটও রয়েছে। নওয়াজের পরিবারের দাবি, তারা বৈধ উপায়ে ওই চারটি ফ্ল্যাট কিনেছে। আর নওয়াজ ওই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App