×

আন্তর্জাতিক

পাকিস্তানে নির্বাচনী সমাবেশে বিস্ফোরণে নিহত ৮৫

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০১৮, ০৯:৩৬ পিএম

পাকিস্তানে নির্বাচনী সমাবেশে বিস্ফোরণে নিহত ৮৫
পাকিস্তানের বেলুচিস্তানে নির্বাচনী সমাবেশে ভয়াবহ বিস্ফোরণে এক প্রার্থীসহ অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি মানুষ। শুক্রবার বিকেলে বেলুচিস্তানের মাসটাং জেলায় এ বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলার দায় স্বীকার করেনি। বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফাইজ কাকার সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। বিস্ফোরণে বেলুচিস্তান আওয়ামী পার্টির প্রার্থী (পিবি-৩৫) নওয়াবজাদা সিরাজ রাইজানি গুরুতর আহত হন। কোয়েটার সিভিল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান বলে জানিয়েছেন বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আগা উমর বাঙ্গালজাই। বেলুচিস্তানের সিভিল ডিফেন্সের পরিচালক আসলাম তারিন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আগা উমর বাঙ্গালজাই উভয়েই বলেছেন, এটা আত্মঘাতী হামলা ছিল। এর আগে গত মঙ্গলবার রাতে পেশোয়ারে আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ২১ জন নিহত হন। ওই হামলায় এএনপির নেতা ও নির্বাচনের প্রার্থী হারুন বিলার প্রাণ হারান। পরে ওই হামলার দায় স্বীকার করে কট্টরপন্থী সংগঠন তালেবান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App