×

জাতীয়

ভূমিকম্প প্রতিরোধে টেকসই নির্মাণকে গুরুত্ব দিতে হবে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০১৮, ০৭:৪৬ পিএম

আমাদের অঞ্চলে গড়ে ১০০ বছরে ১টি বড় ধরনের ভূমিকম্প হওয়ার নজির আছে। ভূমিকম্পে আমরা খুব অসহায় হয়ে পড়ি। সবখানে ধ্বংসযজ্ঞ দেখা যায়। বহুতল ভবনগুলোর অবস্থা আরো করুণ হয়। টেকসই নির্মাণকে গুরুত্ব দিতে হবে। ডিজাইন এবং ডিটেলিংয়ের ব্যাপারে আরো সচেতন হতে হবে। সব কিছুতে সফটওয়্যার নির্ভর হলে চলবে না। নিজেকেও আপডেট থাকতে হবে। গতকাল চুয়েটে ‘ভূমিকম্প প্রতিরোধী ডিজাইনের অগ্রগতি’ শীর্ষক সেমিনারে বক্তারা এ সব কথা বলেন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ইনস্টিটিউট অব আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং রিসার্চ (আইইইআর) আয়োজিত দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথি ছিলেন, চুয়টের ভারপ্রাপ্ত ভিসি এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। এ ছাড়া সম্মানিত অতিথির বক্তব্য দেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী, বুয়েট-জাপান ইনস্টিটিউট অব ডিজেস্টার প্রিভেনশন এন্ড আরবান সেফটির পরিচালক অধ্যাপক ড. রাকীব আহসান, চুয়েটের সাবেক ভিসি এবং পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এতে সভাপতিত্ব করেন আইইইআরর পরিচালক ও পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুর রহমান ভূঁইয়া। উদ্বোধনী এ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পুরকৌশল বিভাগের প্রভাষক নাফিসা মারিয়াত। সেমিনারে পৃথক চারটি সেশনে চারটি কীনোট উপস্থাপন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App