×

তথ্যপ্রযুক্তি

ভিডিও চুরি হলে জানাবে ইউটিউব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০১৮, ০১:০৫ পিএম

ভিডিও চুরি হলে জানাবে ইউটিউব
কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও চুরি হয়েছে কিনা তা জানাতে নতুন একটি টুল উন্মোচন করতে যাচ্ছে ইউটিউব। ডুপ্লিকেট ভিডিও শনাক্ত করার টুলটির নাম দেওয়া হয়েছে ‘কপিরাইট ম্যাচ টুল’। যেসব কনটেন্ট ক্রিয়েটরদের এক লাখ সাবস্ক্রাইবার আছে সামনের সপ্তাহ থেকে তাদের কাছে টুলটি পৌঁছাতে শুরু করবে। তবে এটি শুধু পুরো ভিডিও শনাক্ত করার কাজ করবে। ছোট ক্লিপ এতে শনাক্ত হবে না।টুলটি যেভাবে কাজ করবেকেউ ভিডিও আপলোড করলে আগের আপলোড করা ভিডিও স্ক্যান করে দেখবে ইউটিউব। যদি একই ভিডিও পাওয়া যায় তাহলে ম্যাচ ট্যাবে তা প্রদর্শিত হবে। এরপর কনটেন্ট ক্রিয়েটর ভিডিওটির ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। ডুপ্লিকেট ভিডিওটি আপলোডকারীর সঙ্গে কথা বলে সেটি সরিয়ে ফেলতে বলবেন নাকি ইউটিউবকে সেটি রিমুভ করতে বলবেন তা কনটেন্ট ক্রিয়েটরের উপরেই নির্ভর করবে। গত প্রায় এক বছর ধরেই টুলটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছিল ইউটিউব। নিজেদের প্ল্যাটফর্মটি নিরাপদ রাখতেই এ টুল যুক্ত করতে যাচ্ছে ইউটিউব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App