×

তথ্যপ্রযুক্তি

বড় প্রযুক্তি হতে যাচ্ছে অগমেন্টেড রিয়েলিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০১৮, ০১:১০ পিএম

বড় প্রযুক্তি হতে যাচ্ছে অগমেন্টেড রিয়েলিটি
আগামীতে অন্যতম বড় প্রযুক্তি হতে যাচ্ছে অগমেন্টেড রিয়েলিটি, আর সেটি নিয়ে বড়সড় কাজ করছে অ্যাপল। বিশেষজ্ঞদের ধারণা, অন্তত ১১০ কোটি ডলারের অগমেন্টেড রিয়েলিটি কনটেন্ট বাজার তারা একাই তৈরি করবে।এর মধ্যেই অ্যাপলের অন্তত ১০০ কোটি ডিভাইস অগমেন্টেড রিয়েলিটি কনটেন্টের জন্য প্রস্তুত। সেখানে গুগল গুটিকয়েক অ্যান্ড্রয়েড মডেলের জন্য এআর নিয়ে প্রস্তুতি নিচ্ছে, আর মাইক্রোসফটের মিক্সড রিয়েলিটি হার্ডওয়্যার বলতে গেলে কাগজে কলমেই সীমাবদ্ধ। অ্যাপল যদি অগমেন্টেট রিয়েলিটি বাজারে বিপ্লব করতে পারে, তাহলে অ্যাপ বিক্রিই হবে প্রায় ১০০ কোটি ডলারের। এআর অ্যাপ ব্যবহার করার জন্য ৬০০ থেকে ৮০০ কোটি ডলারের আইফোন ও আইপ্যাড বিক্রি হবে, আর এআর গ্লাসেস যদি তারা বিক্রি শুরু করতে তাইলে সর্বোমোট বিক্রি দাঁড়াবে ১১০ কোটি ডলারে। এআর নিয়ে অ্যাপল কাজ করে যাচ্ছে। এখন দেখার বিষয় তারা সেটি মূল ধারায় নিয়ে আসতে পারে কিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App